বিরহ কথা
বেশ তো ছিলাম আমি, স্বপ্ন ছিল অনেক।
ভাবনার সাথে খুঁনসুটি, ছিল শত আবেগ।।
কথার ফাঁকে, বয়স দোষে, পড়েছিলাম মায়াজালে।
মিথ্যা আশায়, তোমার মায়ায় ভাসলাম অথৈ জলে।।
ভালোবাসা মানে বুঝিনি কখনো, এখনো আমি অবুঝ।
ক্ষতির খাতায় ছিলনা নাম, দেখেছিলাম সৈকত সবুজ।।
ভুল হয়তো আমারই ছিল, ভাবিনি কখনও আগে।
মাসুল গোনার বেলায় আমি তো বেশিরভাগে।।
বলার ছিল অনেক কথা, দেখোনা খেলার ছলে।
এসোনা কখনও আবার যেন, যদিও যাবে না মন গলে।।
বুঝতে এখন শিখছি আমি, করিনা এখন ভুল।
ভালোবাসার আঘাত তুমিও পাবে, থাকবেনা কোনো কুল।।
খারাপ চাওয়া স্বভাব নয়, চাইনা তোমায় আর।
কথা দিলাম তোমার চেয়ে থাকবো ভালো,
দেখে নিও যদি দেখা হয় আবার...।।
ভাবনার সাথে খুঁনসুটি, ছিল শত আবেগ।।
কথার ফাঁকে, বয়স দোষে, পড়েছিলাম মায়াজালে।
মিথ্যা আশায়, তোমার মায়ায় ভাসলাম অথৈ জলে।।
ভালোবাসা মানে বুঝিনি কখনো, এখনো আমি অবুঝ।
ক্ষতির খাতায় ছিলনা নাম, দেখেছিলাম সৈকত সবুজ।।
ভুল হয়তো আমারই ছিল, ভাবিনি কখনও আগে।
মাসুল গোনার বেলায় আমি তো বেশিরভাগে।।
বলার ছিল অনেক কথা, দেখোনা খেলার ছলে।
এসোনা কখনও আবার যেন, যদিও যাবে না মন গলে।।
বুঝতে এখন শিখছি আমি, করিনা এখন ভুল।
ভালোবাসার আঘাত তুমিও পাবে, থাকবেনা কোনো কুল।।
খারাপ চাওয়া স্বভাব নয়, চাইনা তোমায় আর।
কথা দিলাম তোমার চেয়ে থাকবো ভালো,
দেখে নিও যদি দেখা হয় আবার...।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৪/০৬/২০২০একহ্রাস দুঃখ যেন।
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৬/২০২০বেশ ভালো লাগলো।
-
শাহীন রহমান (রুদ্র) ১৩/০৬/২০২০অনিন্দ্য লেখনী।
আমার পাতা ঘুরে আসার আমন্ত্রণ রইল। -
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০খারাপ নয়।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৬/২০২০ভালো।
ব্লগে স্বাগতম ও শুভেচ্ছা। -
ফয়জুল মহী ১৩/০৬/২০২০সুললিত ও সুলিখিত
-
সঞ্জয় শর্মা ১৩/০৬/২০২০অভিমান নাকি কবি..?
অনুভূতির প্রকাশ দারুণ লাগলো।
শুভ কামনা রইলো প্রিয় কবি।