ক্ষুদার্ত সমাজ
জনতার ভিড়ে আজও দেখা মেলে ক্ষুদার্ত শিশুর অশ্রুমাখা দেহ।
সমাজে আজও পেটের জ্বালা, কারণ কি বলতে পারো কেহ?
মেলায় সেই পুতুল কেনা, মায়ের কোলে ছেলেবেলা।
এইসব কি আসবেনা এদের? ভরবেনা পেট দুবেলা?
আধুনিক যুগ বলছে সবাই, তবুও জ্বলছে অনেক প্রাণ।
ছুটছে কত শিশুর দল, অন্ন পেতে, ছেড়ে বাসস্থান।।
সাহায্য পেতে মানুষের কাছে, ছুটে চলে ভিক্ষার আশায়।
মিটবেনা কি এই গরিব সমাজ? মাতবেনা কি আনন্দের খেলায়?
রাস্তায় ওদের দেখলে পরে, নিজের ছোটবেলা মনে পরে।
খাবারের চেয়ে পুতুল কেনায় বায়না করতাম ঘরে।।
চোখে জল ভেসে ওঠে, কেঁদে ওঠে মোর প্রাণ।
যখন অনেক মনুষ্যদল ওদের কথায় দেয়না কান।।
ইচ্ছা যদি থাকতো সবার বাড়িয়ে দিতে দুই হাত।
গরীবের জ্বালা মিটতো তবে, জুটতো দুমুঠো ভাত।।
দেশ তখনই আধুনিক হতো, হতো কিস্তিমাত...।
সমাজে আজও পেটের জ্বালা, কারণ কি বলতে পারো কেহ?
মেলায় সেই পুতুল কেনা, মায়ের কোলে ছেলেবেলা।
এইসব কি আসবেনা এদের? ভরবেনা পেট দুবেলা?
আধুনিক যুগ বলছে সবাই, তবুও জ্বলছে অনেক প্রাণ।
ছুটছে কত শিশুর দল, অন্ন পেতে, ছেড়ে বাসস্থান।।
সাহায্য পেতে মানুষের কাছে, ছুটে চলে ভিক্ষার আশায়।
মিটবেনা কি এই গরিব সমাজ? মাতবেনা কি আনন্দের খেলায়?
রাস্তায় ওদের দেখলে পরে, নিজের ছোটবেলা মনে পরে।
খাবারের চেয়ে পুতুল কেনায় বায়না করতাম ঘরে।।
চোখে জল ভেসে ওঠে, কেঁদে ওঠে মোর প্রাণ।
যখন অনেক মনুষ্যদল ওদের কথায় দেয়না কান।।
ইচ্ছা যদি থাকতো সবার বাড়িয়ে দিতে দুই হাত।
গরীবের জ্বালা মিটতো তবে, জুটতো দুমুঠো ভাত।।
দেশ তখনই আধুনিক হতো, হতো কিস্তিমাত...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৬/২০২০অনবদ্য উপলব্ধি প্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০সুচিন্তিত মনোভাবের প্রকাশ,
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৬/২০২০Excellent
-
কুমারেশ সরদার ০৪/০৬/২০২০বাস্তব সত্য