www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যথা

ব্যথা

(২৬/০৪/২০২০)

মাঝে মাঝে হেসে ফেলি তোমার মিথ্যা প্রতিশ্রুতির কথা ভেবে। কারন খুঁজে পাই না সম্পর্ক বিচ্যুতিকরনের। ফেসবুকের তিক্ততাও নাড়া দেয় কেবলই। মনে হয় আজই deactivate করে দেব। তবে কখনও কখনও পুরানো message গুলো খুঁজে বেরাই। আমাদের আলাপের কারনবশত ফেসবুকের নাম উঠে আসে। রাত জেগে chat আর দেরী করে ঘুম থেকে ওঠার জন্য মায়ের বকা। দুটো ছিল নিত্যদিনের সাথী। সেইসব হয়ত আজ অতীত। একা থাকার বাসনাটা ছিলনা কখনও। ভেবেছিলাম একজন তো আসবেই জীবনে। এসেওছিলে তুমি। তবে ঝোড়ো হাওয়া হয়ে উড়ে চলে যাবে ভাবিনি। সম্পর্কস্থাপনের প্রথম দিন কথাগুলো সত্যি হলেও ওর ভিতরের স্বপ্নগুলো এখন মিথ্যা আশায় পরিনত হয়েছে। অবশ্য আমার আর তোমার সম্পর্কটাও যে মিথ্যা ছিল। কখনও কখনও ভাবি পুরোনো স্মৃতি গুলোকে কাগজে লিখে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেব। কিন্তু আমাদের মিথ্যা সম্পর্কের কথাগুলি কাগজে লিখে সময়ের ক্ষয় করতে চাই না। আজ সত্যিই একটা অদ্ভূত আনন্দ লাগে একা থেকে। তোমার সাথে কাটানো সময়টা তো এক মায়াজাল। যাই বলো, তোমার থেকে অনেকগুনে সুখি আমি আছি। মেয়ে হয়ে নীজেকে মায়ের আসন দেওয়ার মত সাহস যে তোমার নেই তা জানা আছে। একটা সময় ছিল যখন নীজের বাবা,মা, কাছের বন্ধু কেও পর ভাবতাম শুধুমাএ তোমার জন্য। আজ দেখ তারাই আমার পাশে। জীবনে অনেক বাজে কাজ করলেও, তোমাকে ভালবাসার মত জঘন্য কাজ আমি করিনি। আগে তোমাকে কেউ বাজে কটুক্তি করলে মনে রাগ হত। এখন নীজেই সেইসব কথা বলি। হাসিও পায় তোমার কান্না দেখলে। এতটাই মন শক্ত হয়ে গেছে যে তুমি নীজের হাত কেটে আমার জন্য তোমার প্রাণ দিতে চাইলেও একফোঁটা চোখের জল নিসৃত হবে না। এইসব কথায় হয়ত ভাবছো যে আমি তোমাকে ভালবাসতে পারিনি। কিন্তু তুমি ভুল। যে ভালবাসাকে লাঞ্ছনা করে, অপমান করে, তাকে কষ্টে দেখলেও হাসি পায়। আর এটা স্বাবাভিক। কিছুক্ষণের জন্য তোমার কথা মনে এলেও সেটাকে বাহির করার উপায় আমি পেয়ে গেছি। অকথ্য ভাষায় গালি দিতে খুব ভাল লাগে। আর সবচেয়ে বেশি ভাললাগে তোমার মত ভালবাসার মানুষের চোখের জল দেখতে। এতটাই নিস্ঠুর আমি।.........
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৬১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লেগেছে
  • রবিউল আলম ১১/০৫/২০২০
    Nice
  • ফয়জুল মহী ১০/০৫/২০২০
    Very good post.
 
Quantcast