একজন খসে পড়া তারা
তোমার অনুভবের মাত্রাটা যে আমার হৃদয়ের তলদেশ পর্যন্ত পৌঁছে যাবে
তা আমার অনুভূতিহীন কংক্রিটের তৈরী মনটা কখনো কি ভেবেছিলো?
ভালোবাসার আকাশে মিটিমিটি জ্বলা তারাদের সে কী আবেদন!
সহায়হীন রিক্ত হৃদয়টা কতো যে অসহায়ের মতো
ওই নীল আকাশ পানে চেয়ে নির্ঘুম রাত কাটিয়েছে
তা ওই অন্ধকার রাতের জোনাকীরা বেশ ভালোই জানে।
তারার আলোয় নিজের অস্ফুট আকুতি নিবৃত করতে চেয়েছিলাম মাত্র
আমার সেই মিনতী নৈশঃব্দের উপত্যকায় বাধা পেয়ে বারবার আমার কাছে ফিরে এসেছে
কেউ ফিরে দেখেনি।
একা একা কতো যে গোধূলী অন্ধকার রাতের গহ্বরে তলিয়ে গেছে
সে কথা কেউ কি জানতে চেয়েছে কখনো!
কপোতক্ষ নদের কূলে বসে
একসাথে পা ভেজানোর সেই আকাংখা আজও আমাকে তাড়া করে ফেরে!
একা পথ চলতে চলতে কখন যে নিঃসঙ্গতাকেই একমাত্র সঙ্গী করে নিয়েছি
সে কথাও যানতে চায়নি কেউ।
অথচ, এমন সময় তুমি আমার আকাশে তারা হয়ে জ্বললে-
আমি পূর্ণ মর্যাদায় তোমাকে আমার করে নিতে পারিনি,
তোমার আলোর ফোয়ারা গ্রাস করতে পারেনি আমায়।
কংক্রিট মনের আবেদনহীন ভালোবাসার চেয়ে,
আকাশ থেকে খসে পড়া একজন তারা হয়েই বেশি সুখি হবে হয়তো!
তা আমার অনুভূতিহীন কংক্রিটের তৈরী মনটা কখনো কি ভেবেছিলো?
ভালোবাসার আকাশে মিটিমিটি জ্বলা তারাদের সে কী আবেদন!
সহায়হীন রিক্ত হৃদয়টা কতো যে অসহায়ের মতো
ওই নীল আকাশ পানে চেয়ে নির্ঘুম রাত কাটিয়েছে
তা ওই অন্ধকার রাতের জোনাকীরা বেশ ভালোই জানে।
তারার আলোয় নিজের অস্ফুট আকুতি নিবৃত করতে চেয়েছিলাম মাত্র
আমার সেই মিনতী নৈশঃব্দের উপত্যকায় বাধা পেয়ে বারবার আমার কাছে ফিরে এসেছে
কেউ ফিরে দেখেনি।
একা একা কতো যে গোধূলী অন্ধকার রাতের গহ্বরে তলিয়ে গেছে
সে কথা কেউ কি জানতে চেয়েছে কখনো!
কপোতক্ষ নদের কূলে বসে
একসাথে পা ভেজানোর সেই আকাংখা আজও আমাকে তাড়া করে ফেরে!
একা পথ চলতে চলতে কখন যে নিঃসঙ্গতাকেই একমাত্র সঙ্গী করে নিয়েছি
সে কথাও যানতে চায়নি কেউ।
অথচ, এমন সময় তুমি আমার আকাশে তারা হয়ে জ্বললে-
আমি পূর্ণ মর্যাদায় তোমাকে আমার করে নিতে পারিনি,
তোমার আলোর ফোয়ারা গ্রাস করতে পারেনি আমায়।
কংক্রিট মনের আবেদনহীন ভালোবাসার চেয়ে,
আকাশ থেকে খসে পড়া একজন তারা হয়েই বেশি সুখি হবে হয়তো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪সুন্দর বর্ননা চমৎকার কবিতা
-
সুরজিৎ সী ২১/০৫/২০১৪শুভেচ্ছা রইল কবি।
-
এস,বি, (পিটুল) ২০/০৫/২০১৪sundor kobita
-
কবি মোঃ ইকবাল ২০/০৫/২০১৪চমৎকার লিখনী।