রাজকুমারী ডায়না
বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
ধরে শুধু জামা কাপড় বায়না
টাকা ছাড়া এক পা-ও সে যায় না
মুরগী পোলাও কোরমা ছাড়া খায় না!
বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
জিন্স প্যান্টে দারুণ খুশি, তাই না
আজকে যাবে নানী বাড়ি- ভায়না
এই ছেলেরা আয় দেখে যা, আয় না!
বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
ব্যান্ড সে আর কোনো গান গায় না
নয়তো বাপের হাজার বিশেক মাইনা
ভাবখানা তার রাজকুমারী ডায়না!
ধরে শুধু জামা কাপড় বায়না
টাকা ছাড়া এক পা-ও সে যায় না
মুরগী পোলাও কোরমা ছাড়া খায় না!
বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
জিন্স প্যান্টে দারুণ খুশি, তাই না
আজকে যাবে নানী বাড়ি- ভায়না
এই ছেলেরা আয় দেখে যা, আয় না!
বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
ব্যান্ড সে আর কোনো গান গায় না
নয়তো বাপের হাজার বিশেক মাইনা
ভাবখানা তার রাজকুমারী ডায়না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪
-
তাইবুল ইসলাম ১৭/০৫/২০১৪বাহ
মজার লেখনি
বেশ মন ছুঁয়ে গেল
শুভেচ্ছা নেবেন -
সুরজিৎ সী ১৭/০৫/২০১৪চমৎকার লেখা
-
কবি মোঃ ইকবাল ১৬/০৫/২০১৪অনবদ্য অসাধারণ কবিতা।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা নেবেন