আমার একটা আকাশ আছে
আমার একটা আকাশ আছে
নীল টুকটুক আকাশ,
‘নীল’ যদি চাস আকাশ পানে
একটুখানি তাকাস।
আমার একটা নদী আছে
অথৈ নোনা জল,
নদী নিরবধি হাসে
আঁখি যে টলমল।
আমার একটা ঘুড়ি আছে
নাটাই সুতোসহ,
ঘুড়িবিহীন কিশোরবেলা
হয় কি অর্থবহ?
আমার একটা মিনি আছে
দুধ কলা ভাত খায়,
মিনি দেখে ইঁদুরগুলো
এদিক সেদিক ধায়।
আমার আছে টুনটুনি আর
ময়না এবং টিয়া,
মাতাল করে হৃদয় আমার
আবেগী সুর দিয়া।
আমার দুটি পায়রা আছে
মন্তু ও কুমকুম,
সকাল বিকাল সবসময়ে
ডাকে বাকবাকুম।
ঘুড়ি নাটাই তুই যদি সব
দেখতে ভালবাসিস,
ছুটির দিনে বন্ধুরে তুই
আমার বাড়ি আসিস!
নীল টুকটুক আকাশ,
‘নীল’ যদি চাস আকাশ পানে
একটুখানি তাকাস।
আমার একটা নদী আছে
অথৈ নোনা জল,
নদী নিরবধি হাসে
আঁখি যে টলমল।
আমার একটা ঘুড়ি আছে
নাটাই সুতোসহ,
ঘুড়িবিহীন কিশোরবেলা
হয় কি অর্থবহ?
আমার একটা মিনি আছে
দুধ কলা ভাত খায়,
মিনি দেখে ইঁদুরগুলো
এদিক সেদিক ধায়।
আমার আছে টুনটুনি আর
ময়না এবং টিয়া,
মাতাল করে হৃদয় আমার
আবেগী সুর দিয়া।
আমার দুটি পায়রা আছে
মন্তু ও কুমকুম,
সকাল বিকাল সবসময়ে
ডাকে বাকবাকুম।
ঘুড়ি নাটাই তুই যদি সব
দেখতে ভালবাসিস,
ছুটির দিনে বন্ধুরে তুই
আমার বাড়ি আসিস!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২৭/০৪/২০১৪Valo laglo
-
এস,বি, (পিটুল) ২৬/০৪/২০১৪valo laglo
-
জোছনা ভেজা মন ২৬/০৪/২০১৪অয়াসধারন কবিতা
-
অরণ্য ২৫/০৪/২০১৪সুন্দর কবিতা! সুন্দর ছন্দ!!