www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় দিয়ে কিনা

তার আঁখিতে আগুন আছে
ভালোবাসার আগুন,
সে আঁখিতে রাখলে এ চোখ
মনে আসে ফাগুন।

তার হৃদয়ের নীল সাগরে
মুক্তভাবে ভাসি,
প্রাণ ভরে যায় দেখে তার ঐ
ভুবন কাঁপা হাসি।

তার ঠোঁটেতে যাদু আছে
মায়াবতী মুখ,
দূর নীলিমায় উড়ে উড়ে
প্রাণে জাগায় সুখ।

সে যে আমার সোনা পাখি
আমার গানের বীণা,
হিরা মানিক মুক্তা তো নয়-
হৃদয় দিয়ে কিনা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast