হৃদয় দিয়ে কিনা
তার আঁখিতে আগুন আছে
ভালোবাসার আগুন,
সে আঁখিতে রাখলে এ চোখ
মনে আসে ফাগুন।
তার হৃদয়ের নীল সাগরে
মুক্তভাবে ভাসি,
প্রাণ ভরে যায় দেখে তার ঐ
ভুবন কাঁপা হাসি।
তার ঠোঁটেতে যাদু আছে
মায়াবতী মুখ,
দূর নীলিমায় উড়ে উড়ে
প্রাণে জাগায় সুখ।
সে যে আমার সোনা পাখি
আমার গানের বীণা,
হিরা মানিক মুক্তা তো নয়-
হৃদয় দিয়ে কিনা!
ভালোবাসার আগুন,
সে আঁখিতে রাখলে এ চোখ
মনে আসে ফাগুন।
তার হৃদয়ের নীল সাগরে
মুক্তভাবে ভাসি,
প্রাণ ভরে যায় দেখে তার ঐ
ভুবন কাঁপা হাসি।
তার ঠোঁটেতে যাদু আছে
মায়াবতী মুখ,
দূর নীলিমায় উড়ে উড়ে
প্রাণে জাগায় সুখ।
সে যে আমার সোনা পাখি
আমার গানের বীণা,
হিরা মানিক মুক্তা তো নয়-
হৃদয় দিয়ে কিনা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরণ্য ২৫/০৪/২০১৪খুবই সাবলীল ছন্দ আপনার! আরও নিয়মিত লিখতে থাকুন এখানে।
-
সোহেল রানা বীর ১২/১২/২০১৩ধন্যবাদ সুবীর কাস্মীর পেরেরাকে
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১২/২০১৩অসাধারন