www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা

আমার পৃথিবী তুমি
::: সোহেল রানা বীর

হৃদয়ের মাঝে একি সুর বাজে আজ-
নীলিমার বুকে ধূসর রঙের সাজ,
বেদনার জালে আটকা পড়েছে প্রাণ
তুমি ছাড়া হায় সবকিছু বেমানান!

আঁখি যে আমার শুধু জলে ভেসে যায়-
স্মৃতিগুলো আজ শুধু পিছু ফিরে চায়,
তোমাকে যে নিয়ে স্বপ্নে কাটায় দিন
জানি না কখন বাজালে বিঁশের বীণ!

নিশীথের বুকে আঁকি যে তোমার ছবি-
তুমি সোনা পাখি, তুমি যে আমার সবই,
তুমি ছাড়া আর কিছুই চাই না আমি
তুমি কি জানো না, আমার পৃথিবী তুমি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অরণ্য ২৫/০৪/২০১৪
    আপনার এই কবিতাটিও আমার খুব ভাল লেগেছে! আপনার ছন্দপ্রতিভায় আমি মুগ্ধ! আপনাকে আমার প্রিয়র তালিকায় রাখলাম।
 
Quantcast