www.tarunyo.com

নিরীশ্বরবাদ

তুমি কোন হে জগদীশ
                 দখল কর দরণী ।
তুমি তো হও জগৎের
                  স্বল্প জগদ্বাসী ।

বিদ্বীর বিদ্বানে তুমি
               হয়েছ অনেক বড় ।
শক্তির শিকড় ধরে
                 খুলতে পারবে কড় ?

ধনী-গরীব , দিন-দুঃখী
                  সবাই হল প্রদেশী ।
তুমি তো হও জগতের
                    স্বল্প জগদ্বাসী ।

আঁধার কলেও তুমি
               হতে পারবেনা স্রষ্টা ।
সৃষ্টি করতার হাত মুখ
                 বলো না তো সস্তা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast