চোঁরকাঁটা
বুঝিনা তোমার মনের কথা
বুঝিনা চোখের ভাষা,
তাই কি আমার হল এ বেলায়
এমন বন্দীদশা !
রাত বিরাতে নয়নপ্রাতে
কী বা তুমি আঁকো ?
বুঝতে গেলেই আমার মনে
চোঁরকাঁটা ফোঁটে লাখো ।
মনটা কী চায় জানতে তুমি
পারবে কি কখনো ?
আমার এহেন বন্দীদশায়
সুখী আমি জেনো ।
বুঝিনা চোখের ভাষা,
তাই কি আমার হল এ বেলায়
এমন বন্দীদশা !
রাত বিরাতে নয়নপ্রাতে
কী বা তুমি আঁকো ?
বুঝতে গেলেই আমার মনে
চোঁরকাঁটা ফোঁটে লাখো ।
মনটা কী চায় জানতে তুমি
পারবে কি কখনো ?
আমার এহেন বন্দীদশায়
সুখী আমি জেনো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শারমিনা মাহমুদ ১৯/০৪/২০১৪দারুন
-
এস,বি, (পিটুল) ১৯/০৪/২০১৪valo laglo. Amar patay amon-tron roilo