www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপমা

প্রতিটি মানুষের একটা নিজস্ব আকাশ থাকে । আমার সেই আকাশ তুমি । নিজস্ব যে অরণ্য আমি গড়েছি,সেখানে শুধুই তুমি ~ তোমারই বিচরণ ।মিথ্যে বলবোনা,আমার প্রতিটি ভোর আসে তোমাকে ভেবেই । রাতে ঘুমের দেশে যাওয়ার সময় যে ভাবনা আমাকে আচ্ছন্ন করে,সে শুধু তোমাকে নিয়ে । তোমাকে পাওয়ার শর্তে পৃথিবীকে হারাতে আপত্তি নেই ! তোমাকে ছাড়া বাঁচবোনা ~ এর চেয়ে বড় কোন সত্যি নেই ।

(সংগৃহীত)
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast