অযথা কথন
অগত্য তোমার মনে আমার আগমন হলেও ভুল যদি করে না থাকি তবে বলতে পারি, খুব বেশি কিছু আশা করিনি তোমার কাছে । যতোটা না বিবাগী হয়েছি কাজে,তার চেয়েও বেশি হয়েছি তোমার 'পরে । প্রণয়ের হিসাব নিকাশ আমার সাজে না,তবুও মাঝে মাঝে ইচ্ছে করে 'কী মানে প্রণয়ের ?' জানতে । একটি ধুলিকণা যেমন করে হাজার পদপিষ্ঠ হয়েও তার ব্যথাটুকু বুকে চেপে নীরবে সয়ে যায়,তার মানে যদি প্রণয় হয়,তবে আমি বলতে পারি,প্রণয়ের শীর্ষেই আমার অবস্থান । এ প্রণয় অবিনশ্বর । জয়তু প্রণয়ের লীলাখেলা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাইবুল ইসলাম ১৭/০৪/২০১৪
খুব ভালো লাগলো