রাখাল (আলামিন ইসলাম সৌরভ)
রাখাল
আলামিন ইসলাম সৌরভ
সকাল সকাল মাঠে নিয়ে
যায় রাখাল গরু,
সন্ধ্যা হলে বাড়ি ফেরে
আবার সকাল শুরু।
রাখাল মাঠে গরু চড়ায়
রৌদ্র তাপে পুড়ে,
বনের কোকিল গান ধরেছে
রাখাল বাঁশির সুরে।
রাখাল যখন বাড়ি ফেরে
গরু নিয়ে সাথে,
গরুর দড়ি লাঠি টোপা
থাকে তাহার হাতে।
পুকুর পাড়ে বাঁধে গরু
শিমুল গাছের তলে,
খেতে দেবে ধানের খড়
মিশে অল্প জলে।
আলামিন ইসলাম সৌরভ
সকাল সকাল মাঠে নিয়ে
যায় রাখাল গরু,
সন্ধ্যা হলে বাড়ি ফেরে
আবার সকাল শুরু।
রাখাল মাঠে গরু চড়ায়
রৌদ্র তাপে পুড়ে,
বনের কোকিল গান ধরেছে
রাখাল বাঁশির সুরে।
রাখাল যখন বাড়ি ফেরে
গরু নিয়ে সাথে,
গরুর দড়ি লাঠি টোপা
থাকে তাহার হাতে।
পুকুর পাড়ে বাঁধে গরু
শিমুল গাছের তলে,
খেতে দেবে ধানের খড়
মিশে অল্প জলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৫/০৪/২০২০সুন্দর উপস্থাপন করেছেন কবি
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০১/২০২০বেশ!
-
ফয়জুল মহী ০৩/০১/২০২০চমৎকার উপস্থাপন।