বিদায়। সোহেল রানা আশিক
বিদায় লগন
সোহেল রানা আশিক
উৎসর্গঃ রাজিবুল হাসান ভাই'র প্রতি।
বিদায় দিলাম আমরা তোমায়
হাসি মুখ-বদনে,
চোখের কোণে অশ্রু তবু
এই কাব্য চয়নে।
বিদায় লগন শোকের মাতম
শোকের ছায়া আসে,
খুব অজানায় হৃদয় মেঘে
অশ্রু চোখে ভাসে।
চোখের আড়াল হলেও কভু
হবেনা মনের আড়,
স্মৃতি হয়ে ভাসবে তুমি
জাগবে যে শতবার।
ন্যায়ের পথে থাকবে অটল
মিথ্যা যত ভুলে,
ফুলের মত জীবন তোমার
খুশবু ছড়াক দুলে।
বিদায় দিলাম যাও চলে যাও
যেথা খুশী হেসে,
মনে রেখো এই আমাদের
গভীর ভালোবেসে।
মনের আকাশ জুড়ে এখন
শ্রাবন মেঘের দোলা,
প্রিয় জনের পাতা থেকে
জায়না তোমায় ভোলা।
সোহেল রানা আশিক
উৎসর্গঃ রাজিবুল হাসান ভাই'র প্রতি।
বিদায় দিলাম আমরা তোমায়
হাসি মুখ-বদনে,
চোখের কোণে অশ্রু তবু
এই কাব্য চয়নে।
বিদায় লগন শোকের মাতম
শোকের ছায়া আসে,
খুব অজানায় হৃদয় মেঘে
অশ্রু চোখে ভাসে।
চোখের আড়াল হলেও কভু
হবেনা মনের আড়,
স্মৃতি হয়ে ভাসবে তুমি
জাগবে যে শতবার।
ন্যায়ের পথে থাকবে অটল
মিথ্যা যত ভুলে,
ফুলের মত জীবন তোমার
খুশবু ছড়াক দুলে।
বিদায় দিলাম যাও চলে যাও
যেথা খুশী হেসে,
মনে রেখো এই আমাদের
গভীর ভালোবেসে।
মনের আকাশ জুড়ে এখন
শ্রাবন মেঘের দোলা,
প্রিয় জনের পাতা থেকে
জায়না তোমায় ভোলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০২/২০১৯বিদায়-শুভেচ্ছা।
-
শামিম ইশতিয়াক ২৫/০২/২০১৯Nice