খোকন সোনা( সোহেল রানা আশিক)
খোকন সোনা
-সোহেল রানা আশিক
.................................
আয়রে সোনা খোকন সোনা
গেলি মনা কই,
আনছি কিনে আমি দোখান
মিঠে ছড়া-বই।
.
ফুলের কথা পাখির কথা
মিষ্টি সুরে গাঁথা,
বইটি জুরে বেড়ায় ঘুরে
দুটো আঁখি পাতা।
.
পড়বি ছড়া মন মিশিয়ে
লাগবে ভালো অতি,
ছন্দে ভরা গন্ধে ভরা
জাগবে নতুন মতি।
-সোহেল রানা আশিক
.................................
আয়রে সোনা খোকন সোনা
গেলি মনা কই,
আনছি কিনে আমি দোখান
মিঠে ছড়া-বই।
.
ফুলের কথা পাখির কথা
মিষ্টি সুরে গাঁথা,
বইটি জুরে বেড়ায় ঘুরে
দুটো আঁখি পাতা।
.
পড়বি ছড়া মন মিশিয়ে
লাগবে ভালো অতি,
ছন্দে ভরা গন্ধে ভরা
জাগবে নতুন মতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ২৫/০৪/২০১৭মিষ্টি মধুর,ছড়া।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৫/০৪/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২৫/০৪/২০১৭সুন্দর!
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৫/০৪/২০১৭ছন্দে ভরা গন্ধে ভরা