আমার প্রাণের ভাষা( সোহেল রানা আশিক)
আমার প্রাণের ভাষা
সোহেল রানা আশিক
_
আমার ভাইয়ের জীবন গেল
বাংলা ভাষার তরে,
তীক্ষ্ণ বুলেট ঝরল বুকে
ফিরল না আর ঘরে।
_
ফিরে পেলাম মাতৃভাষা
আমার প্রাণের ভাষা,
বাংলা ভাষায় কথা বলে
মিটাই মনের আশা।
_
বাংলা ভাষার প্রতি আমার
তাইতো গভীর টান,
বাংলা ভাষায় ছড়িয়ে আছে
হাজার লোকের প্রাণ।
সোহেল রানা আশিক
_
আমার ভাইয়ের জীবন গেল
বাংলা ভাষার তরে,
তীক্ষ্ণ বুলেট ঝরল বুকে
ফিরল না আর ঘরে।
_
ফিরে পেলাম মাতৃভাষা
আমার প্রাণের ভাষা,
বাংলা ভাষায় কথা বলে
মিটাই মনের আশা।
_
বাংলা ভাষার প্রতি আমার
তাইতো গভীর টান,
বাংলা ভাষায় ছড়িয়ে আছে
হাজার লোকের প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২১/০৪/২০১৭সুন্দর ! নাইস
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৭ভালো। সুন্দর বক্তব্য।