সুখের পাখি
বলি সুখের পাখি অমন ডাকি
শুনতে কি ভাই পাও,
ছাপ্পান্ন বছর অপেক্ষাতে
এবার দেখা দাও।
আমার কুড়ে ঘরে জলসানো ছাদ,
ভগ্ন বোয়াক খানি,
জানি সন্ধে হলে তেল ফুরোবে
আধার আসবে নামি,
তমি আলো হয়ে প্রদীপ জ্বালাও
ঘুচিয়ে দুঃখ গ্লানি।
শুনতে কি ভাই পাও,
ছাপ্পান্ন বছর অপেক্ষাতে
এবার দেখা দাও।
আমার কুড়ে ঘরে জলসানো ছাদ,
ভগ্ন বোয়াক খানি,
জানি সন্ধে হলে তেল ফুরোবে
আধার আসবে নামি,
তমি আলো হয়ে প্রদীপ জ্বালাও
ঘুচিয়ে দুঃখ গ্লানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৩/২০১৭ভালো।