মনের ভেলা
ছোট বেলা মনের ভেলা,ভাসিয়ে তেপান্তর।কে বুঝিত পদ্মপুকুর কে বুঝিত ঘর।বালি আমার বন্ধু ছিল,বট গাছটা সাথিতার ডালে গামছা বেধে দোলনায় উটতাম মাতি।বাহন ছিল ডিঙিটা,বৌটা হাতে আমিপদ্ম বিলে পদ্ম মেলা,পদ্ম আমার সাথি।সবুজ ঢেউয়ে সবুজ খেলা,হরেক রকম পাখিঢিল ছুড়িলে পাখিরা সব করত ডাকাডাকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।