তুমি এলে তাই
তুমি এলে তাই,
সাহিত্যের অন্ধকারতম মেঘ ভরা
আকাশে ফোটে রবির প্রকাশ।
তুমি এলে তাই,
গানে বাজে ঝংকার।
তুমি এলে তাই,
"জল পড়ে, পাতা নড়ে।"
তুমি এলে তাই,
"রক্তকরবী" ফোটে।
তুমি এলে তাই,
"ডাকঘর" হতে "পোস্টমাস্টার"
"ইউরোপ প্রবাসীর পত্র" নিয়ে আসে।
তুমি এলে তাই,
মনে "ভিখারিণী" প্রতি
"করুনা" "বনফুল" ফোটে।
তুমি এলে তাই,
এ "ভগ্নহৃদয়" আপন "শেষলেখায়"
"শেষকথা" জানিয়ে দিয়ে যায়।
তুমি এলে তাই,
"মালিনী" "সন্ধ্যাসঙ্গীত"
গেয়ে "নৈবেদ্য" দেয়।
তুমি এলে তাই,
"ঠাকুরদা" "গিন্নী" সাথে
"বৌঠাকুরানী হাট" এ যায়।
তুমি এলে তাই,
"রুদ্রছায়া" "গীতাঞ্জলি" সাথে আসে।
তুমি এলে তাই,
আজও "আমার সোনার বাংলা"
"মৃত্যুঞ্জয়ী" হয়ে আছে।
তুমি এলে তাই,
আজও "জন-গণ-মন" বাজে।
তুমি এলে তাই,
বাঙালি আজও মাথা উঁচু করে বাঁচে।
তুমি এলে তাই,
"হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চিন,
শক-হন দল, পাঠান-মোঘল এক দেহে হল লীন।"
তুমি এলে তাই,
হে "গুরু", হে "তপস্বী"
তব "জন্মদিনে"
"লহ এ প্রনাম
জীবনের পূর্ণ পরিণাম।
এ প্রণতি-পরে
স্পর্শ্ব রাখো স্নেহভরে।
তোমার ঐশ্বর্য-মাঝে
সিংহাসন যেথায় বিরাজে
করিও আহ্বান,
সেথা এ প্রণতি মোর পায় যেন স্থান।"
সাহিত্যের অন্ধকারতম মেঘ ভরা
আকাশে ফোটে রবির প্রকাশ।
তুমি এলে তাই,
গানে বাজে ঝংকার।
তুমি এলে তাই,
"জল পড়ে, পাতা নড়ে।"
তুমি এলে তাই,
"রক্তকরবী" ফোটে।
তুমি এলে তাই,
"ডাকঘর" হতে "পোস্টমাস্টার"
"ইউরোপ প্রবাসীর পত্র" নিয়ে আসে।
তুমি এলে তাই,
মনে "ভিখারিণী" প্রতি
"করুনা" "বনফুল" ফোটে।
তুমি এলে তাই,
এ "ভগ্নহৃদয়" আপন "শেষলেখায়"
"শেষকথা" জানিয়ে দিয়ে যায়।
তুমি এলে তাই,
"মালিনী" "সন্ধ্যাসঙ্গীত"
গেয়ে "নৈবেদ্য" দেয়।
তুমি এলে তাই,
"ঠাকুরদা" "গিন্নী" সাথে
"বৌঠাকুরানী হাট" এ যায়।
তুমি এলে তাই,
"রুদ্রছায়া" "গীতাঞ্জলি" সাথে আসে।
তুমি এলে তাই,
আজও "আমার সোনার বাংলা"
"মৃত্যুঞ্জয়ী" হয়ে আছে।
তুমি এলে তাই,
আজও "জন-গণ-মন" বাজে।
তুমি এলে তাই,
বাঙালি আজও মাথা উঁচু করে বাঁচে।
তুমি এলে তাই,
"হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চিন,
শক-হন দল, পাঠান-মোঘল এক দেহে হল লীন।"
তুমি এলে তাই,
হে "গুরু", হে "তপস্বী"
তব "জন্মদিনে"
"লহ এ প্রনাম
জীবনের পূর্ণ পরিণাম।
এ প্রণতি-পরে
স্পর্শ্ব রাখো স্নেহভরে।
তোমার ঐশ্বর্য-মাঝে
সিংহাসন যেথায় বিরাজে
করিও আহ্বান,
সেথা এ প্রণতি মোর পায় যেন স্থান।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/০৫/২০১৮সুসুন্দর বিরচন ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৫/২০১৮অতুলণীয়, অনন্য, অনবদ্য।
চালিয়ে যান। ধন্যবাদ। -
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/০৫/২০১৮Nice