পাওয়া
অন্ধকারে তোমার হাত ছুঁয়ে,
ভিড় বাসে একটু পাশে বসে,
বা কখনো কোনো ভিড় ট্রেনে
চাপাচাপিতে,
অথবা ফেসবুকে তোমার সাথে,
চ্যাট করে
যা পেয়েছি,
সে তো এক আসল পাওয়া;
যেমন এক পাহাড়ী ঝর্ণার –
নদীতে মিলিয়ে যাওয়া।
ভিড় বাসে একটু পাশে বসে,
বা কখনো কোনো ভিড় ট্রেনে
চাপাচাপিতে,
অথবা ফেসবুকে তোমার সাথে,
চ্যাট করে
যা পেয়েছি,
সে তো এক আসল পাওয়া;
যেমন এক পাহাড়ী ঝর্ণার –
নদীতে মিলিয়ে যাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৫/২০১৮অনেক ভাল।
-
কে. পাল ০৫/০৫/২০১৮Sundor
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৫/২০১৮রোমান্টিকতা, আধুনিকতা আর আধ্যাত্মিকতার এক মহা সম্মিলনের কবিতা...
ধন্যবাদ