গোপন ব্যথা
গোপন কথাটি গোপনে রেখেছো,
সামনে আননি কেন?
মনের কথাটি মনেই রেখেছো,
মুখে আননি কেন?
হৃদয় ব্যথাটি অন্তরে রেখেছো,
বাহারে আননি কেন?
ভালোবেসে তুমি ভিখারি হয়েছ,
তবুও বলোনি কেন?
মোর কালো দাগ নিজ গায়ে লাগিয়েছো,
তবুও আমায় কলঙ্কিনী হতে দাওনি কেন?
প্রিয়, তুমি মোরে ভালোবেসেছ,
তবুও কখনো ভালোবাসি ভালোবাসি বলোনি কেন?
সামনে আননি কেন?
মনের কথাটি মনেই রেখেছো,
মুখে আননি কেন?
হৃদয় ব্যথাটি অন্তরে রেখেছো,
বাহারে আননি কেন?
ভালোবেসে তুমি ভিখারি হয়েছ,
তবুও বলোনি কেন?
মোর কালো দাগ নিজ গায়ে লাগিয়েছো,
তবুও আমায় কলঙ্কিনী হতে দাওনি কেন?
প্রিয়, তুমি মোরে ভালোবেসেছ,
তবুও কখনো ভালোবাসি ভালোবাসি বলোনি কেন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৫/২০১৮
-
আরিফ নীরদ ০১/০৫/২০১৮চমৎকার!!!!!
-
পি পি আলী আকবর ০১/০৫/২০১৮ভালো হয়েছে
-
পবিত্র চক্রবর্তী ০১/০৫/২০১৮ভালো হয়েছে
অনেক ধন্যবাদ।