অ-নামিকা
তোমায় দেখেছি আমি শারদ প্রাতে,
দেখেছি কাশ বনে হাঁটতে,
দেখেছি পুজোর গন্ধে মেতে উঠতে,
ঢাকের তালে নাচতে।
কিন্তু দুঃখ একটাই-
আমি তোমার নাম জানি না,
তবে তাতে কি আর আসে যায়,
তুমি নিশ্চই লেখা হবে আমার কবিতায়-
যার নাম হবে শারদিয়া।
যদি কোনো দিনও তোমার কথা ভুলে যাই,
মনে করিয়ে দেবে তোমার কথা এই কবিতাই,
এ কবিতা থেকে যাবে চিরকাল আমার ডায়ারির পাতায়,
যা থেকে অমরত্ব পাবে তুমি, আমার অ-নামিকা।
দেখেছি কাশ বনে হাঁটতে,
দেখেছি পুজোর গন্ধে মেতে উঠতে,
ঢাকের তালে নাচতে।
কিন্তু দুঃখ একটাই-
আমি তোমার নাম জানি না,
তবে তাতে কি আর আসে যায়,
তুমি নিশ্চই লেখা হবে আমার কবিতায়-
যার নাম হবে শারদিয়া।
যদি কোনো দিনও তোমার কথা ভুলে যাই,
মনে করিয়ে দেবে তোমার কথা এই কবিতাই,
এ কবিতা থেকে যাবে চিরকাল আমার ডায়ারির পাতায়,
যা থেকে অমরত্ব পাবে তুমি, আমার অ-নামিকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ৩০/০১/২০১৬অসাধারণ কাব্য॥
-
রানাকবি ২২/০১/২০১৬বেস
-
সুদীপ দেবনাথ ২১/০১/২০১৬বাঃ দারুণ!
-
দেবাশীষ দিপন ১৮/০১/২০১৬ভাল লাগলো।
-
প্রদীপ চৌধুরী ১৮/০১/২০১৬ভালো লিখেছেন ছন্দের দিকে একটু নজর দেবেন তাহলে আরো ভালো লাগবে আপনার লেখা গুলো
-
ধ্রুব রাসেল ১৮/০১/২০১৬ভাল লাগলো। আরো লিখুন।
-
নির্ঝর ১৮/০১/২০১৬রবীন্দ্রনাথের সেই কবিতার বিকল্প মনে হচ্ছে
-
দেবব্রত সান্যাল ১৮/০১/২০১৬তারুণ্যে স্বাগত। ভাব ভাষায় উন্নতি আসবে পরের কবিতায় , এই আসায় থাকলাম।