www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অ-নামিকা

তোমায় দেখেছি আমি শারদ প্রাতে,
দেখেছি কাশ বনে হাঁটতে,
দেখেছি পুজোর গন্ধে মেতে উঠতে,
ঢাকের তালে নাচতে।

কিন্তু দুঃখ একটাই-
আমি তোমার নাম জানি না,
তবে তাতে কি আর আসে যায়,
তুমি নিশ্চই লেখা হবে আমার কবিতায়-
যার নাম হবে শারদিয়া।

যদি কোনো দিনও তোমার কথা ভুলে যাই,
মনে করিয়ে দেবে তোমার কথা এই কবিতাই,
এ কবিতা থেকে যাবে চিরকাল আমার ডায়ারির পাতায়,
যা থেকে অমরত্ব পাবে তুমি, আমার অ-নামিকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast