তুমি তুমি
তুমি আমার ভ্রমণ ,
আর তুমি হলে গন্তব্য ..
তুমি আমার নিয়ন্তা
আর তুমিই ভবিতব্য ।
আমার এই আত্মা
আর এই শরীর আমার ,
আমার কতটা জানি না ,
যতটা ছিল তোমার ।
যতই দিয়েছ আমায়
তুমি ব্যথার পাথার ,
তুমি দিয়েছ তাই
আমার কাছে উপহার ।
আমার আকাশ খোঁজে
তোমার প্রেমের জমি ।
তোমার অভাবই যেন
করে কেবল তুমি তুমি ।
আর তুমি হলে গন্তব্য ..
তুমি আমার নিয়ন্তা
আর তুমিই ভবিতব্য ।
আমার এই আত্মা
আর এই শরীর আমার ,
আমার কতটা জানি না ,
যতটা ছিল তোমার ।
যতই দিয়েছ আমায়
তুমি ব্যথার পাথার ,
তুমি দিয়েছ তাই
আমার কাছে উপহার ।
আমার আকাশ খোঁজে
তোমার প্রেমের জমি ।
তোমার অভাবই যেন
করে কেবল তুমি তুমি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌম্যকান্তি চক্রবর্তী ১৩/০৭/২০১৭আপনার সকলকে আমার প্রাণিত শুভেচ্ছা জানাই
-
দীননাথ মাইতি ০২/০৭/২০১৭খুব খুব সুন্দর
-
সাঁঝের তারা ০২/০৭/২০১৭অপূর্ব তুমি ...
-
অর্ক রায়হান ০১/০৭/২০১৭দারুণ!
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৭/২০১৭শুধু তুমি!
-
মোঃ শফিক আল বারি ০১/০৭/২০১৭বেশ ভাল লিখেছেন কবি !
-
মোনালিসা ০১/০৭/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৭/২০১৭ভালো।
-
কে. পাল ০১/০৭/২০১৭বেশ