জীবন তরী
আমার জীবন তরী ভেসে চলে সমুদ্রের বুকে,
যার নেই কোনও ঠিকানা, ভাসে ঢেউয়ের তালে ।।
কেউ নেই সঙ্গী, একলা সে চলে ভেসে ভেসে,
কভু চলার পথে আশার আলেয়া দেখে সে হাসে,
মনে মনে ভাবে এই বুঝি তীরে পৌঁছে গেল সে ।।
হঠাৎ মাতাল হয়ে ওঠে ঢেউ, হারিয়ে যায় আলেয়া,
ঢেউয়ের তালে দুলতে থাকে তরী, আতঙ্কের ছোঁয়া ।।
এবার কি তবে হয়ে যাবে মাঝ সমুদ্রে তার ভরা ডুবি ??
ঢেউয়ের তালে তলিয়ে গিয়ে নিশ্চিহ্ন হবে সে তরী ??
সেই ভালবাসার রাজপুত্তর আজও দুচোখের স্বপ্ন,
বাস্তবের দূরত্ব আজও পারে নি তারে করতে নিশ্চিহ্ন ।।
এক পলকের দেখার তরে আজও কাঁদে মন,
কিন্তু চোখের আড়াল হলেই কি ভুলতে পারে তারে মন ??
ভালবাসার মানুষের আঘাত হয়ত হৃদয় ভাঙ্গে,
কিন্তু হৃদয়ে গড়া তার জন্য ভালবাসার সাম্রাজ্য অটুট থাকে ।।
নিত্য তার স্মৃতি, তার মধুর বাক্য, স্নেহের পরশ, প্রাণে জাগে,
এমনি করেই নিঃস্ব তরী এগিয়ে চলে এক অনিশ্চয়তার পথে ।।
এরই মাঝে কিছু স্নেহ, কিছু যত্ন, মুড়ে দেয় তৃপ্তির আচ্ছাদনে,
কিন্তু তার মেয়াদ যে ক্ষণস্থায়ী, ফুরিয়ে যায় পলকের ব্যবধানে ।।
তবু সে তরী আশায় আশায় যায় ভেসে, তীরের খোঁজে,
ঢেউয়ের তালে ভাসতে ভাসতে শক্ত ভূমির সন্ধান পাবেই সে ।।
কিন্তু বার বার সুনামী আসে ধেয়ে, উথাল পাতাল হয় সমুদ্র,
তার তুচ্ছ তরী ডুবে যাবার মুখে দাঁড়িয়ে দেখে তীর পাবার স্বপ্ন ।।
হবে কি সত্যি তার দুচোখের স্বপ্ন, যাবে কি আলেয়া সরে ??
ফুটবে কি এবার ভোরের আলো, তরী কি সত্যি ভিড়বে তীরে ??
যার নেই কোনও ঠিকানা, ভাসে ঢেউয়ের তালে ।।
কেউ নেই সঙ্গী, একলা সে চলে ভেসে ভেসে,
কভু চলার পথে আশার আলেয়া দেখে সে হাসে,
মনে মনে ভাবে এই বুঝি তীরে পৌঁছে গেল সে ।।
হঠাৎ মাতাল হয়ে ওঠে ঢেউ, হারিয়ে যায় আলেয়া,
ঢেউয়ের তালে দুলতে থাকে তরী, আতঙ্কের ছোঁয়া ।।
এবার কি তবে হয়ে যাবে মাঝ সমুদ্রে তার ভরা ডুবি ??
ঢেউয়ের তালে তলিয়ে গিয়ে নিশ্চিহ্ন হবে সে তরী ??
সেই ভালবাসার রাজপুত্তর আজও দুচোখের স্বপ্ন,
বাস্তবের দূরত্ব আজও পারে নি তারে করতে নিশ্চিহ্ন ।।
এক পলকের দেখার তরে আজও কাঁদে মন,
কিন্তু চোখের আড়াল হলেই কি ভুলতে পারে তারে মন ??
ভালবাসার মানুষের আঘাত হয়ত হৃদয় ভাঙ্গে,
কিন্তু হৃদয়ে গড়া তার জন্য ভালবাসার সাম্রাজ্য অটুট থাকে ।।
নিত্য তার স্মৃতি, তার মধুর বাক্য, স্নেহের পরশ, প্রাণে জাগে,
এমনি করেই নিঃস্ব তরী এগিয়ে চলে এক অনিশ্চয়তার পথে ।।
এরই মাঝে কিছু স্নেহ, কিছু যত্ন, মুড়ে দেয় তৃপ্তির আচ্ছাদনে,
কিন্তু তার মেয়াদ যে ক্ষণস্থায়ী, ফুরিয়ে যায় পলকের ব্যবধানে ।।
তবু সে তরী আশায় আশায় যায় ভেসে, তীরের খোঁজে,
ঢেউয়ের তালে ভাসতে ভাসতে শক্ত ভূমির সন্ধান পাবেই সে ।।
কিন্তু বার বার সুনামী আসে ধেয়ে, উথাল পাতাল হয় সমুদ্র,
তার তুচ্ছ তরী ডুবে যাবার মুখে দাঁড়িয়ে দেখে তীর পাবার স্বপ্ন ।।
হবে কি সত্যি তার দুচোখের স্বপ্ন, যাবে কি আলেয়া সরে ??
ফুটবে কি এবার ভোরের আলো, তরী কি সত্যি ভিড়বে তীরে ??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Anjon Ch.Acharjee ২৩/০১/২০১৭খুব অসাধরন কবিতা। ভালো লাগল।
-
বিজয় রায় ০৭/০৯/২০১৪আপনার জীবন তরীটা তো ভালই লাগল ।।
সৌমিতা লিখনী আমার গল্প "অনন্ত শিকড়ে ভালবাসি তোমায়" চেয়ে দেখার আমন্তন রইল -
সুজন সারথি ৩১/০৮/২০১৪ব্লগে তোমার নিয়মিত লেখা উচিত বলে মনে করছি
-
সুশান্ত মান্না ২৯/০৮/২০১৪ভালো
-
মুস্তাকিম মান্না ২৭/০৮/২০১৪তরী কী সত্যি ভিড়বে তীরে?(প্রশ্ন)
সুন্দর লিখেছেন! -
সুশান্ত মান্না ২৭/০৮/২০১৪সুস্বাগতম ব্ন্ধু
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪বাহ দারুন লিখেছো। জোস লাগল অনেক দিন পর তোমার লেখা পেলাম। কঠিন লেখনী। উপন্যাসটি পড়।
-
স্বপন রোজারিও(১) ২৬/০৮/২০১৪আশা করি- তরী
ভিড়বে তাড়াতাড়ি। -
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৬/০৮/২০১৪sonar a tori ti khub sundor laglo
-
হিমেল রউফ ২৬/০৮/২০১৪খুব ভাল বন্ধু.........