পরকাল
আমার মনের ভিতর সর্বদা,
কে যেন সতর্ককারী হিসেবে কড়া নাড়ে
বলে হে অবুঝ তোঁর কি নেই হুঁশ!
সময়টা হেলায় কাটাসনে আর,
জীবনের সময় বাকি নেই
এই বুঝি তোর জীবন প্রদীপ নিভে যাবে,
জীবন প্রদীপ নিভে গেলে;
থাকবি ক্যামনে এ ভবে?
বৃথা চেষ্টা আর ক্ষমতার গর্বে,
পা বাড়াসনে আর সামনে অতি দর্পে;
কেননা,এ জগৎ তো তোর বাপের নই-
মরিলে সব বুঝবি কবরে দংশাইবে যখন সর্পে৷
হাতাহাতি,মাতামাতি,দাপাদাপি
যতই করো সেথায় ঝাঁপাঝাঁপি,
কোন কাজ হবে না,
সেথায় হবে না কোন ক্ষমতার মাপামাপি,
শুধু ভয়ে থাকবে সেথায়-
করবে সবাই কাঁপাকাঁপি!
আজকাল পরকালের কথা শুনিলে মনে হয়,
এ কেমন আজগুবি কথা;
এ তো বিশ্বাস করার মত নয়!
মরার পরে আবার কি?
জীবনটা অনেক বড় ফূর্তি করো!
সময় তো অনেক বাকি,
বলি-মরিলে সবি হবে বৃথা,
যখন যাবে সব রাখি৷
(লেখাটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত! কবিতাটি সম্পূর্ণ আমার নিজের লেখা)
কে যেন সতর্ককারী হিসেবে কড়া নাড়ে
বলে হে অবুঝ তোঁর কি নেই হুঁশ!
সময়টা হেলায় কাটাসনে আর,
জীবনের সময় বাকি নেই
এই বুঝি তোর জীবন প্রদীপ নিভে যাবে,
জীবন প্রদীপ নিভে গেলে;
থাকবি ক্যামনে এ ভবে?
বৃথা চেষ্টা আর ক্ষমতার গর্বে,
পা বাড়াসনে আর সামনে অতি দর্পে;
কেননা,এ জগৎ তো তোর বাপের নই-
মরিলে সব বুঝবি কবরে দংশাইবে যখন সর্পে৷
হাতাহাতি,মাতামাতি,দাপাদাপি
যতই করো সেথায় ঝাঁপাঝাঁপি,
কোন কাজ হবে না,
সেথায় হবে না কোন ক্ষমতার মাপামাপি,
শুধু ভয়ে থাকবে সেথায়-
করবে সবাই কাঁপাকাঁপি!
আজকাল পরকালের কথা শুনিলে মনে হয়,
এ কেমন আজগুবি কথা;
এ তো বিশ্বাস করার মত নয়!
মরার পরে আবার কি?
জীবনটা অনেক বড় ফূর্তি করো!
সময় তো অনেক বাকি,
বলি-মরিলে সবি হবে বৃথা,
যখন যাবে সব রাখি৷
(লেখাটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত! কবিতাটি সম্পূর্ণ আমার নিজের লেখা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
SkBabor Ali ০১/১০/২০১৪ভালো
-
স্বপন শর্মা ২৯/০৯/২০১৪ভালোই লাগল..
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/০৯/২০১৪ভাল লাগলো ।