ভদ্রতার ছদ্ম খোলস
অদ্ভুদ আমি, অদ্ভুদ তুমি,
অদ্ভুদ সবার মন,
ভদ্রতার ছদ্ম খোলসে সবাই
আপনাকে রেখেছি গোপন ।
কিসের হাহাকার, হৃদয়ে বারবার
অস্থির-স্বস্থির বাসা বুনে মনে,
নিঃস্বপ্রান-নিষ্ফল রঙে রঙিন
অহেতুক দেশে সংসার করে কত জনে ।
পরোক্ষ ভাবিলে আঁখি জল, টলমল
নীরব নিরদ্রাহীনা পাহাড়ি ঝর্নাধারা,
ছদ্ম ছিদ্র হলে রহিবেনা অজুহাত
ফিরবেনা কৃত্রিম মুখমণ্ডল বিষাদ ছাড়া ।
অপর থেকে আপন সত্য লুকীয়ে
নিজেকে টিকিয়ে কতকাল রবে
আপনার আপন সুখে কত সুখ
অবগত হবে তুমি কবে।
অদ্ভুদ আমি, অদ্ভুদ তুমি
অদ্ভুদ রহিবেনা কারো মন,
ভদ্রতার ছদ্ম খোলস খুলে
ছদ্ম থেকে যদি রাখি গোপন ।:D :angry:
অদ্ভুদ সবার মন,
ভদ্রতার ছদ্ম খোলসে সবাই
আপনাকে রেখেছি গোপন ।
কিসের হাহাকার, হৃদয়ে বারবার
অস্থির-স্বস্থির বাসা বুনে মনে,
নিঃস্বপ্রান-নিষ্ফল রঙে রঙিন
অহেতুক দেশে সংসার করে কত জনে ।
পরোক্ষ ভাবিলে আঁখি জল, টলমল
নীরব নিরদ্রাহীনা পাহাড়ি ঝর্নাধারা,
ছদ্ম ছিদ্র হলে রহিবেনা অজুহাত
ফিরবেনা কৃত্রিম মুখমণ্ডল বিষাদ ছাড়া ।
অপর থেকে আপন সত্য লুকীয়ে
নিজেকে টিকিয়ে কতকাল রবে
আপনার আপন সুখে কত সুখ
অবগত হবে তুমি কবে।
অদ্ভুদ আমি, অদ্ভুদ তুমি
অদ্ভুদ রহিবেনা কারো মন,
ভদ্রতার ছদ্ম খোলস খুলে
ছদ্ম থেকে যদি রাখি গোপন ।:D :angry:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ২০/০৬/২০১৪অসাধারণ লাগলো স্বাগত কবি বন্ধু। সনেট কবিতা লেখা বড়ই কঠিন তবুও আপনি তা বেশ সাবলিল শব্দে সুন্দর করে সাজিয়েছেন। আমার পাতায় আমন্ত্রণ রইল।
-
কবি মোঃ ইকবাল ২০/০৬/২০১৪বেশ লাগলো। শুভ কামনা।
-
নূরুজ্জামান নাঈম ২০/০৬/২০১৪ভাল হয়েছে আপনার কবিতাখানা। আরও উজ্জ্বল হোক আপনার ভবিষ্যত সাহিত্য।
-
শিমুল শুভ্র ২০/০৬/২০১৪খুব সুন্দর কবিতা পাঠে মন টা ভরে গেলো ।