স্বপ্ন-২
আমি বিজয় দেখেছি চিত্ত চোখে বিশ্ব ঐক্যের
বিজয় দেখেছি মানবতার,
দেখেছি শান্তির পথ যাত্রার ।
আমি বিজয় দেখেছি পরাজিত শত্রুর চোখে
বিজয় দেখেছি নারী-পুরুষ-বৃদ্ধের বুকে,
দেখেছি আলোর স্রোতে ।
আমি আকাশের বুকে আগুন দেখেছি
দেখেছি আগুন পুষ্প হতে,
মনোরম হতে দেখেছি আমি মহারুদ্রকে ।
আমি দেখেছি উন্মাদ জ্ঞানী হয়ে
গাইছে মানবতার গান,
আমি দেখেছি হিংস্র পশুও যেন
শুনছে শান্তির আহবান ।
আমি বিজয় দেখেছি বিশ্ব ধরায়
বিশ্ব মানবে ।
আমি বিজয় দেখেছি
পুরাতন পুঁথি আগলে থাকা পাগলে ।
বিজয়ের দেশে দেখেছি বিজয়
বিশ্ব মানবের ।।
(13-06-16 Monday)
বিজয় দেখেছি মানবতার,
দেখেছি শান্তির পথ যাত্রার ।
আমি বিজয় দেখেছি পরাজিত শত্রুর চোখে
বিজয় দেখেছি নারী-পুরুষ-বৃদ্ধের বুকে,
দেখেছি আলোর স্রোতে ।
আমি আকাশের বুকে আগুন দেখেছি
দেখেছি আগুন পুষ্প হতে,
মনোরম হতে দেখেছি আমি মহারুদ্রকে ।
আমি দেখেছি উন্মাদ জ্ঞানী হয়ে
গাইছে মানবতার গান,
আমি দেখেছি হিংস্র পশুও যেন
শুনছে শান্তির আহবান ।
আমি বিজয় দেখেছি বিশ্ব ধরায়
বিশ্ব মানবে ।
আমি বিজয় দেখেছি
পুরাতন পুঁথি আগলে থাকা পাগলে ।
বিজয়ের দেশে দেখেছি বিজয়
বিশ্ব মানবের ।।
(13-06-16 Monday)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৬/২০২০অনবদ্য অভিব্যক্তি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৬/২০২০Outstanding performance.
-
ফয়জুল মহী ১৫/০৬/২০২০অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৬/২০২০দারুন