বিপ্লবী এবং বিপ্লব ✊✊
বিপ্লবী হতে হলে
ভয়কে করতে হবে খুন,
গলা টিপে হত্যা করতে হবে তাকে।
বিপ্লবী কখনো ভয় পায় না,
ভয় পেলে বিপ্লবী হওয়া যায় না,
চলার পথে আসতে পারে বাধা,
যেখানেই আসবে বাধা
সেখানেই করতে হবে আঘাত
যুক্তির অথবা শাণিত অস্ত্রের,
যেন ভেদাভেদ দূর হয়ে যায়
আসে সাম্য, শান্তি, সৌন্দর্য।
বিপ্লব মানে সাম্যের সমাজ গড়া
বিপ্লব মানে শান্তিতে বসবাস করা
বিপ্লব মানে সৌন্দর্যময় নতুন জন্মভূমি।
(10-03-17 Friday)
ভয়কে করতে হবে খুন,
গলা টিপে হত্যা করতে হবে তাকে।
বিপ্লবী কখনো ভয় পায় না,
ভয় পেলে বিপ্লবী হওয়া যায় না,
চলার পথে আসতে পারে বাধা,
যেখানেই আসবে বাধা
সেখানেই করতে হবে আঘাত
যুক্তির অথবা শাণিত অস্ত্রের,
যেন ভেদাভেদ দূর হয়ে যায়
আসে সাম্য, শান্তি, সৌন্দর্য।
বিপ্লব মানে সাম্যের সমাজ গড়া
বিপ্লব মানে শান্তিতে বসবাস করা
বিপ্লব মানে সৌন্দর্যময় নতুন জন্মভূমি।
(10-03-17 Friday)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ৩০/০৬/২০২০যথার্থ বলেছেন প্রিয়৷
-
কে এম শাহ্ রিয়ার ১৪/০৬/২০২০অনেক ভালো লাগলো!
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৪/০৬/২০২০বিপ্লবী হতে চাই।
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৬/২০২০অনবদ্য অভিব্যক্তি।
-
শাহীন রহমান (রুদ্র) ১৩/০৬/২০২০হুম প্রিয় কবি।দারুণ উপস্থাপনা,
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০বিপ্লবীদের ভয় থাকতে নাই।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৬/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ১৩/০৬/২০২০সুললিত ও সুলিখিত ।