পুঁজিবাদ-২
অধিকাংশ লোকই খুব সহজে অতীতকে ভুলে যায়
নতুন বন্ধুর ভীড়ে পুরনো হারিয়ে যায়,
স্বার্থের মোহে ছুটতে থাকে উন্মাদ গাধার মতো
ওরা স্বার্থবাদী -আত্মমগ্ন
নিজেকে নিয়েই ব্যস্ত, আপন বড় ।
মানুষ মরলে কমে, তাতে তার কী এসে যায়
আজকের অধিকাংশ লোক এমনটাই ভেবে যায় ।
মানবতা মরা কথা । মৃত সত্ত্বা ।।
ভিক্ষুক বন্ধুকে ভিক্ষা দিয়ে
নিজেকে ভাবে মহান,
কেন ভিক্ষা করে ?
যে একদিন তাকে করেছিল সাহায্য
হয়েছিল স্বপ্নসারথি ।
নিষ্ঠুর পুঁজিবাদ...
(02-10-16 Sunday)
নতুন বন্ধুর ভীড়ে পুরনো হারিয়ে যায়,
স্বার্থের মোহে ছুটতে থাকে উন্মাদ গাধার মতো
ওরা স্বার্থবাদী -আত্মমগ্ন
নিজেকে নিয়েই ব্যস্ত, আপন বড় ।
মানুষ মরলে কমে, তাতে তার কী এসে যায়
আজকের অধিকাংশ লোক এমনটাই ভেবে যায় ।
মানবতা মরা কথা । মৃত সত্ত্বা ।।
ভিক্ষুক বন্ধুকে ভিক্ষা দিয়ে
নিজেকে ভাবে মহান,
কেন ভিক্ষা করে ?
যে একদিন তাকে করেছিল সাহায্য
হয়েছিল স্বপ্নসারথি ।
নিষ্ঠুর পুঁজিবাদ...
(02-10-16 Sunday)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০পূজিবাদের অবসান চাই।
-
শ্রীমান দে ১৩/০৬/২০২০খুব ভাল। ভাল থাকুন এই কামনা করি।
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৩/০৬/২০২০আহ্, পুঁজিবাদী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৬/২০২০দারুণ লেখা। আন্তরিক অভিনন্দন জানাই।
-
ফয়জুল মহী ১২/০৬/২০২০বাস্তবতার নিখুঁত প্রকাশ