আলেয়া
" তোমাকে ভালো লাগে " শুনতেই
মিটিমিটি হাসে জোনাক-দ্যূতি
"ভালোবাসি" বলতেই-
উছল পাহাড়ী ঝর্ণা
" তোমাকে চাই" বলে যদি কেউ,
রংধনুর ঘোমটা টানে হেসে
"কাছে এসো" শুনে
দৌড়ে পালায়- মায়া হরিণী
" মেয়ে, তুমি আমার হবে?" প্রশ্ন করতেই-
কাঁশ ফুলের আলতো ছোঁয়ায়
গোলাপ গালে টোল ফেলে বলে,
- তা কী করে হয়!
" তা কি করে হয়, মানে?" বলতেই; বলে ওঠে,
- আমি যে এখন হয়ে গেছি তার
তোমার হয়ে আর নেই তো!
মিটিমিটি হাসে জোনাক-দ্যূতি
"ভালোবাসি" বলতেই-
উছল পাহাড়ী ঝর্ণা
" তোমাকে চাই" বলে যদি কেউ,
রংধনুর ঘোমটা টানে হেসে
"কাছে এসো" শুনে
দৌড়ে পালায়- মায়া হরিণী
" মেয়ে, তুমি আমার হবে?" প্রশ্ন করতেই-
কাঁশ ফুলের আলতো ছোঁয়ায়
গোলাপ গালে টোল ফেলে বলে,
- তা কী করে হয়!
" তা কি করে হয়, মানে?" বলতেই; বলে ওঠে,
- আমি যে এখন হয়ে গেছি তার
তোমার হয়ে আর নেই তো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমলেন্দু বিশ্বাস ২৮/০৭/২০১৬অপূর্ব কবি
-
স্বপ্নময় স্বপন ২০/০৭/২০১৬সুন্দর!
-
মোবারক হোসেন ২০/০৭/২০১৬ভাল
-
মনীষ তালধী ২০/০৭/২০১৬👌👍দারুন
-
নাবিক ২০/০৭/২০১৬- আমি যে এখন হয়ে গেছি তার
-
স্বপঞ্জয় চৌধুরী ১৯/০৭/২০১৬সুন্দর হয়েছে।
-
প্রিয় ১৯/০৭/২০১৬খুব সুন্দর কবিতা।
-
স্বপ্নময় স্বপন ১৯/০৭/২০১৬ভালো লাগলো!