ঘুড়ী
শূন্যে কটি আঙ্গুল নেড়ে তিনি বুঝিয়ে দিলেন
তিনি একটু উপর দিয়ে হাঁটছেন,
তবে সবার স্বার্থ রক্ষা করতে,
এই মাটিতে নামছেন।
তাঁর প্রাপ্য বিশেষ কিছু টালবাহানায় অগ্রিম,
সাধারণের জন্য আছে সলতে পোড়া পিদ্দিম।
তিনি মুঠোর মধ্যে মদ দিয়েছেন বিলেতি বা দেশী
মানো কিংবা না মানো ভাই তাঁর বুদ্ধিই বেশী।
সবার জন্য খবর আছে মুখরোচক টাটকা,
প্রতিদিনের সংবাদে সব ধর্ষণে চোখ আটকা।
সবার সাথে হাত মিলিয়ে চপ্পল পায়ে হাঁটছেন,
এমন কিছু কাজ করেছেন--- কাটছেন,তিনি কাটছেন।।
তিনি একটু উপর দিয়ে হাঁটছেন,
তবে সবার স্বার্থ রক্ষা করতে,
এই মাটিতে নামছেন।
তাঁর প্রাপ্য বিশেষ কিছু টালবাহানায় অগ্রিম,
সাধারণের জন্য আছে সলতে পোড়া পিদ্দিম।
তিনি মুঠোর মধ্যে মদ দিয়েছেন বিলেতি বা দেশী
মানো কিংবা না মানো ভাই তাঁর বুদ্ধিই বেশী।
সবার জন্য খবর আছে মুখরোচক টাটকা,
প্রতিদিনের সংবাদে সব ধর্ষণে চোখ আটকা।
সবার সাথে হাত মিলিয়ে চপ্পল পায়ে হাঁটছেন,
এমন কিছু কাজ করেছেন--- কাটছেন,তিনি কাটছেন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৫/২০১৫বেশ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫অসাধারণ
-
মোঃ সাইফুল ইসলাম ২৯/০৩/২০১৫অসাধারণ সাবলীল বর্ণনা।
-
অ ২৮/০৩/২০১৫বেশ লিখেছেন ।।
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৮/০৩/২০১৫বেশ ভাল
মনে লাগায় স্নিগ্ধতার আলো। -
সাইদুর রহমান ২৭/০৩/২০১৫চমৎকার।
-
রক্তিম ২৭/০৩/২০১৫বাহ বেশ।
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৩/২০১৫মুগ্দ হলেম কবি
-
আবিদ আল আহসান ২৪/০৩/২০১৫সুন্দর খুবই সুন্দর
-
পিয়ালী দত্ত ২৪/০৩/২০১৫ভাল