রং
আবীর ছিল রং মেশানো বুঝতে পারিনি,
না চাইলেও রং দিয়েছি,তোমায় ছাড়িনি।
সাদা পোশাক রঙ্গিন হল রঙের আঁচড়ে,
বসন্ত আজ ভাসিয়ে দিল প্রেমের সাগরে।
পূর্ণিমা রাত চাঁদ উঠেছে,চাঁদের গায়ে দাগ,
বাতাসে আজ ছড়িয়ে আছে গন্ধে মেশা ফাগ।
তোমার রঙ্গে-আমার রঙে রঙ্গিন হল মন,
আকাশ জুরে খুশীর হাওয়া সবাই আপনজন।
না চাইলেও রং দিয়েছি,তোমায় ছাড়িনি।
সাদা পোশাক রঙ্গিন হল রঙের আঁচড়ে,
বসন্ত আজ ভাসিয়ে দিল প্রেমের সাগরে।
পূর্ণিমা রাত চাঁদ উঠেছে,চাঁদের গায়ে দাগ,
বাতাসে আজ ছড়িয়ে আছে গন্ধে মেশা ফাগ।
তোমার রঙ্গে-আমার রঙে রঙ্গিন হল মন,
আকাশ জুরে খুশীর হাওয়া সবাই আপনজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৯/০৩/২০১৫হৃদয় ভরে যায়,প্রমের সোনালী আবেশে। অনেক সুন্দর কবিতা।
-
আবিদ আল আহসান ২৪/০৩/২০১৫আপনার প্রতিটি লিখা অসাধারণ
-
সিবগাতুর রহমান ১২/০৩/২০১৫প্রেমের রঙে শুদ্ধ হোক মানবতা।
খুব সুন্দর। -
সবুজ আহমেদ কক্স ০৯/০৩/২০১৫দারুন সুন্দর
-
রক্তিম ০৯/০৩/২০১৫দারুন লাগলো কবিতা পড়তে।
আর ভালো থাকুন । -
আবিদ আল আহসান ০৮/০৩/২০১৫Sundor
-
নাহিদ হাসান ০৮/০৩/২০১৫এই ধরণের বিষয়ের উপর লেখা কবিতা গদ্য ছন্দের হলে বেশি ভাল লাগে পড়তে। যাই হোক ভালো, লিখতে থাকুন।
-
ফিরোজ মানিক ০৮/০৩/২০১৫অন্তমিলটা দারুণ। পড়ে ভাল লাগলো।
-
হোসাইন ফরহাদ ০৮/০৩/২০১৫ভাল
-
তালহা বিন জসিম ০৮/০৩/২০১৫ভালো লাগলো
-
স্বপন রোজারিও(১) ০৭/০৩/২০১৫সুন্দর হয়েছে।
-
নাজমুল আহসান ০৭/০৩/২০১৫রং লেগেছে কবির মনে সবাই দেখছে আপন মনে ।
-
সবুজ আহমেদ কক্স ০৭/০৩/২০১৫দারুণ ভালো ..................সুন্দর লিখা
শুভেচ্ছা জানাই কবিকে