www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগন্তুক

বড় হয়ে গেছি আনমনে
ঝটকা হাওয়ায় খুলে গেলে বাতায়ন
আমি ভয় পাই না আর,
মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে
একা লাগে না নিজেকে।
কয়েক যুগ কেটে গেছে জানিনা,
শেষ অশ্রুবিন্দু চোখ ফেটে
গড়িয়ে গেছিল চিবুকে,
কোন এক অশরীরী
কবেই শোষণ করেছে তার শীতলতা।
আমি এক পা,দু পা করে
এগিয়ে গেছি কৃষ্ণগহব্বরে।
আমার অহংবোধ ঢিমে তালে চলে,
আমি আগন্তুক বৈ আর কিছু নয়।
কেন যেন বড় হয়ে গেছি!
আটকা পরে গেছি কোন মায়াজালে,
এখন আমি ভয় পাই না আর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নিহাল নাফিস ১০/০২/২০১৫
    ভাল লিখেছেন । :-) বাতায়ন কি ?
  • নাজমুল আহসান ২৪/০১/২০১৫
    অনেক শুভ কামনা , ভাল লেখেছেন ।
  • কুয়াশা রায় ২৩/০১/২০১৫
    বেশ ভাল লাগল।
  • আবিদ আল আহসান ২২/০১/২০১৫
    এতো সুন্দর।
  • ২২/০১/২০১৫
    নিশ্চয়ই এ বদলে যাওয়া সময়ের দাবি মেনে.....
    দারুণ দারুণ দারুণ হয়েছে ।
    শুভেচ্ছা রইল ।
  • আবু সাহেদ সরকার ২২/০১/২০১৫
    কবিতাটা বেশ ভালো লাগলো পড়ে। আমার পাতায় আসবেন।
    • শম্পা ২২/০১/২০১৫
      ধন্যবাদ। আপনার পাতা থেকে কবিতা আমি পড়েছি। ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন।
  • আমি ভয় পাইনা আর//ব্যাপারটাতে কেমন একটা বড়ো যাওয়ার বিষাদ জড়ানো কান্না লুকিয়ে আছে বলে আমার ফিল হলো।
    যাহোক ভালো লেগেছে
  • রক্তিম ২২/০১/২০১৫
    বড় হয়ে গেছি । তাই............। ভাল ।
  • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
    ভালো ...।।একটু ছন্দ অন্ত্যমিল এর দিক মনোযেগ দিলে খুব ভালো কবিতা লিখতে পারবন..।। সো ফাইন
    ধন্যবাদ
  • ফিরোজ মানিক ২১/০১/২০১৫
    মানুষ বড় হয় আর বদলায়, বদলায় তার চিন্তা চেতনা। বদলে যায় তার জীবনের আশা আকাঙ্খা। সুন্দর লিখেছেন।
 
Quantcast