আগন্তুক
বড় হয়ে গেছি আনমনে
ঝটকা হাওয়ায় খুলে গেলে বাতায়ন
আমি ভয় পাই না আর,
মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে
একা লাগে না নিজেকে।
কয়েক যুগ কেটে গেছে জানিনা,
শেষ অশ্রুবিন্দু চোখ ফেটে
গড়িয়ে গেছিল চিবুকে,
কোন এক অশরীরী
কবেই শোষণ করেছে তার শীতলতা।
আমি এক পা,দু পা করে
এগিয়ে গেছি কৃষ্ণগহব্বরে।
আমার অহংবোধ ঢিমে তালে চলে,
আমি আগন্তুক বৈ আর কিছু নয়।
কেন যেন বড় হয়ে গেছি!
আটকা পরে গেছি কোন মায়াজালে,
এখন আমি ভয় পাই না আর।
ঝটকা হাওয়ায় খুলে গেলে বাতায়ন
আমি ভয় পাই না আর,
মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে
একা লাগে না নিজেকে।
কয়েক যুগ কেটে গেছে জানিনা,
শেষ অশ্রুবিন্দু চোখ ফেটে
গড়িয়ে গেছিল চিবুকে,
কোন এক অশরীরী
কবেই শোষণ করেছে তার শীতলতা।
আমি এক পা,দু পা করে
এগিয়ে গেছি কৃষ্ণগহব্বরে।
আমার অহংবোধ ঢিমে তালে চলে,
আমি আগন্তুক বৈ আর কিছু নয়।
কেন যেন বড় হয়ে গেছি!
আটকা পরে গেছি কোন মায়াজালে,
এখন আমি ভয় পাই না আর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিহাল নাফিস ১০/০২/২০১৫ভাল লিখেছেন । বাতায়ন কি ?
-
নাজমুল আহসান ২৪/০১/২০১৫অনেক শুভ কামনা , ভাল লেখেছেন ।
-
কুয়াশা রায় ২৩/০১/২০১৫বেশ ভাল লাগল।
-
আবিদ আল আহসান ২২/০১/২০১৫এতো সুন্দর।
-
অ ২২/০১/২০১৫নিশ্চয়ই এ বদলে যাওয়া সময়ের দাবি মেনে.....
দারুণ দারুণ দারুণ হয়েছে ।
শুভেচ্ছা রইল । -
আবু সাহেদ সরকার ২২/০১/২০১৫কবিতাটা বেশ ভালো লাগলো পড়ে। আমার পাতায় আসবেন।
-
উদ্বাস্তু নিশাচর ২২/০১/২০১৫আমি ভয় পাইনা আর//ব্যাপারটাতে কেমন একটা বড়ো যাওয়ার বিষাদ জড়ানো কান্না লুকিয়ে আছে বলে আমার ফিল হলো।
যাহোক ভালো লেগেছে -
রক্তিম ২২/০১/২০১৫বড় হয়ে গেছি । তাই............। ভাল ।
-
সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫ভালো ...।।একটু ছন্দ অন্ত্যমিল এর দিক মনোযেগ দিলে খুব ভালো কবিতা লিখতে পারবন..।। সো ফাইন
ধন্যবাদ -
ফিরোজ মানিক ২১/০১/২০১৫মানুষ বড় হয় আর বদলায়, বদলায় তার চিন্তা চেতনা। বদলে যায় তার জীবনের আশা আকাঙ্খা। সুন্দর লিখেছেন।