প্রতিহিংসা
কে বলেছে আমি পারিনা?
গুলির বদলে শোণিত আঘাত
সাম্প্রদায়িক ঘাত প্রতিঘাত,
প্রতিবারই আমি প্রতিশোধ নেব
কে কে মরে গেছে জানিনা।
কাগজে কলমে হোক লেখা লিখি,
পথ অবরোধ শত আঁকিবুঁকি,
তুমি ভাব আমি বোকা বনে আছি
মোমবাতি জ্বেলে পথ হারিয়েছি,
আমি কিন্তু তা মানিনা ।
মেরেছ আমার আত্মীয় জন
আমিও মারব ডজন ডজন,
যদি তারই মাঝে মিশে থেকে যায়
দুধ ভাত খাওয়া আমার স্বজন,
প্রতিবাদী দলে মিশিয়েছি গলা
সুপ্রভাত আমি আনিনা।
গুলির বদলে শোণিত আঘাত
সাম্প্রদায়িক ঘাত প্রতিঘাত,
প্রতিবারই আমি প্রতিশোধ নেব
কে কে মরে গেছে জানিনা।
কাগজে কলমে হোক লেখা লিখি,
পথ অবরোধ শত আঁকিবুঁকি,
তুমি ভাব আমি বোকা বনে আছি
মোমবাতি জ্বেলে পথ হারিয়েছি,
আমি কিন্তু তা মানিনা ।
মেরেছ আমার আত্মীয় জন
আমিও মারব ডজন ডজন,
যদি তারই মাঝে মিশে থেকে যায়
দুধ ভাত খাওয়া আমার স্বজন,
প্রতিবাদী দলে মিশিয়েছি গলা
সুপ্রভাত আমি আনিনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান ইমতি ০৫/০২/২০১৫ভালো লাগলো
-
একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪বেশ সুন্দর লেখা।
-
পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪খুব ভাল লাগল
-
অ ১৯/১২/২০১৪অনেক সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা রইল । -
সায়েম খান ১৮/১২/২০১৪কুকুরের কাজ কুকুরে করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কি
মানুষের শোভা পায়? -
অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪কবিতায় বেশ গতি ও ছন্দময়তা আছে -
শেষ লাইনটা কেমন নেতিবাচক লাগছে! -
মনিরুজ্জামান শুভ্র ১৭/১২/২০১৪অনেক ভাল লাগলো ।