www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্তহীন

আমি পাখীদের ঘরে ফেরা দেখেছি,
সকালের অবসানে বিকেল,আর
সারাদিনের স্মৃতি নিয়ে
সন্ধ্যাকে নামতে দেখেছি ধরণীর বুকে।
শাঁখের আওয়াজ,শঙ্খচিল,
হিমেল হাওয়া,তার ই মাঝে দেখেছি,
অনুভূতিদের হারিয়ে যাওয়া।

উপলব্ধির রেশ টেনে, বিমর্ষ ছন্দপতন,
তারই অপর প্রান্তে প্রাণের পূর্ণ আভাস,
শিয়রে কাঁসরধ্বনি,প্রদীপের পোড়া তেল।
আমি দেখেছি,হঠাৎ করে জ্বলে উঠতে
ভোরের সূর্য,সোনালী মাঠ ঘাট।
আমি দেখেছি একে অপরের চোখে
জীবন্ত বেঁচে থাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম এস সজীব ১৭/০১/২০১৫
    হে কবি কেমন তোমাৱ মন,
    কবিতায় যে হয়না কোন ছন্দেৱ পতন;
  • নাজমুল আহসান ২৭/১২/২০১৪
    মৌলিক লেখাদের একটি,ধন্যবাদ
  • সায়েম খান ১৭/১২/২০১৪
    শম্পা, আপনার কবিতাটি সত্যিই অনেক ভাল লেগেছে। চালিয়ে যান, পাশে আছি।
  • আবিদ আল আহসান ১৪/১২/২০১৪
    no comments
  • সাইদুর রহমান ১৪/১২/২০১৪
    অনেক সুন্দর।
    এটা কি pdf file ছিল।
    ঠিক এই সুন্দর অবয়ব কি ভাবে করেছেন, আমিও
    ঠিক এমনটি করতে চাই। বলবেন কি ?
    অনেক শুভেচ্ছা।
  • ১৩/১২/২০১৪
    অনেক সুন্দর লাগল ।
 
Quantcast