অনুপ্রেরনা
অন্তিম নিঃসঙ্গতা আর রক্তিম আভায়
আমি সূর্য হতে পারি;
শব্দের নিষ্পেষণ আর অন্ধকারের হাতছানিতে
আমি বৃষ্টি হতে পারি;
হাজার জন্ম আর মিলনের অঙ্গীকারেও
আমি ঘাতক হতে পারি;
মৃত্যুর উপত্যকা আর দুঃস্বপ্নে ভরা পৃথিবীতে
আমি সৃষ্টি হতে পারি।
আমি সূর্য হতে পারি;
শব্দের নিষ্পেষণ আর অন্ধকারের হাতছানিতে
আমি বৃষ্টি হতে পারি;
হাজার জন্ম আর মিলনের অঙ্গীকারেও
আমি ঘাতক হতে পারি;
মৃত্যুর উপত্যকা আর দুঃস্বপ্নে ভরা পৃথিবীতে
আমি সৃষ্টি হতে পারি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মু.তারিফ উল ইসলাম তানিন ০৮/০৩/২০১৫অসাধারণ
-
সায়েম খান ২৬/১২/২০১৪রংতুলির শৈল্পিক আচড় কেটে আমি শিল্পী হতে পারি।
-
আবিদ আল আহসান ০৯/১২/২০১৪হাজারও কবিতা লিখে আমি কবি হতে পারি
এ লাইনটি বাদ পড়েছে -
এম এ সবুর ০২/১২/২০১৪বানান ভুল বাদে কবিতাটা অামার ক্ষুদ্র জ্ঞানে ভালো হয়েছে।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০১/১২/২০১৪দারুন লেখনী
-
কৌশিক আজাদ প্রণয় ২৬/১১/২০১৪কবি সময়ের বহুরূপী অদম্য স্বত্বার বর্ণনা দিয়েছেন চমৎকার ভাবেই। হাজারো জন্ম আর মিলনের অঙ্গীকারেও ঘাতক হওয়া সত্ত্বা আপার দুঃস্বপ্নের ধরণিতে সৃষ্টি সুখের উল্লাস হতে পারে। নান্দনিক এক আয়োজন।
কিছু বানান ঠিক করে নিন।
নিঃসঙ্গতা > নিসঙ্গতা
রক্তিম> রাক্তিম
জন্ম> জান্ম
অঙ্গীকার> অঙ্গিকার -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/১১/২০১৪হমম প্রথম লেখায় বাজিমাত। খুব সুন্দর লেখা। আর আপনি লিখতে লিখতে কবি হতে পারেন। বাই দা ওয়ে আপনাকে আসরে সু-স্বাগতম। আশা করি সামনে অনেক সুন্দর সুন্দর লেখা পাবো............
-
মোঃ আবদুল করিম ২৪/১১/২০১৪খুবই ভালো লিখেছেন।
রাক্তিম > রক্তিম
জান্ম > জন্ম -
আলোকিত অন্ধকার ২৪/১১/২০১৪চমৎকার লিখেছেন আপু। আমার অনুপ্রেরনায় কিছু এসে যাক আর না যাক...... আজ এই সোমবারের সকল অনুপ্রেরনা আপনার জন্য...।