মেঘমালা
বয়ে যায় দুরন্ত সময়, অজানাকে সাথী করে,
আম হয়ে ঝড়ে পড়ে, আমলকী ফল।
কতটা অচেনা,কতটা অলীক কল্পনা,
কিছুটা বাস্তব, তবে বেশীটাই সময়ের খেল।
তুমি আমি ; আমি তুমি ঘড়ী হয়ে বয়ে চলে
টিক টিক টিক।
অবুঝ কবিতা, তাই বূঝেও বুঝল না এলো মেলো কথা,
একরাশ আশা হয়ে মেলে দিলো ডানা,
চাঁদ মামা মিটি মিটি হাসে ; হাসি হয়ে ঝড়ে পড়ে
আগামীর দেশে,প্রজাপতি রং মেখে ঊড়ে যায় ,
বাকিটা কেজো কথা ; জলছবি লুকোচুরি হেসে ফেলে
ফিক ফিক ফিক।
আম হয়ে ঝড়ে পড়ে, আমলকী ফল।
কতটা অচেনা,কতটা অলীক কল্পনা,
কিছুটা বাস্তব, তবে বেশীটাই সময়ের খেল।
তুমি আমি ; আমি তুমি ঘড়ী হয়ে বয়ে চলে
টিক টিক টিক।
অবুঝ কবিতা, তাই বূঝেও বুঝল না এলো মেলো কথা,
একরাশ আশা হয়ে মেলে দিলো ডানা,
চাঁদ মামা মিটি মিটি হাসে ; হাসি হয়ে ঝড়ে পড়ে
আগামীর দেশে,প্রজাপতি রং মেখে ঊড়ে যায় ,
বাকিটা কেজো কথা ; জলছবি লুকোচুরি হেসে ফেলে
ফিক ফিক ফিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ০৯/০১/২০১৫অসাম
-
সায়েম খান ২৬/১২/২০১৪সুন্দর, তবে বানানের দিকে আরো যত্নবান হতে হবে।
-
আবিদ আল আহসান ০৯/১২/২০১৪খুব ভালো হয়েছে। আর আপনার ভদ্রতা দেখে আমি মুগ্ধ
-
শিমুদা ০৫/১২/২০১৪দারুণ মেঘমালা কবি।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০১/১২/২০১৪অসাধারন প্রকাশ
-
উদ্বাস্তু নিশাচর ২৬/১১/২০১৪আম হয়ে ঝরে পড়ে আমলকী ফল// দারুন ছন্দ কথনে কবিতাটি সাজিয়েছেন।
-
ARDHENDU BIKASH RANA ২৬/১১/২০১৪প্রকৃতির আর এক নাম কবিতা,দুয়ে মিলে একটা সুখদ
অনুভুতি।
ধন্যবাদ,
রাণা। -
আবু আফজাল মোহাঃ সালেহ ২৫/১১/২০১৪ভাল লাগল।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/১১/২০১৪এক কথায় চমৎকার হয়েছে। সত্যি অনেক সুন্দর ভালো লাগলো আপনার লেখাটি.............
-
আবু সাহেদ সরকার ২৪/১১/২০১৪দারুন একটি লেখা পড়লাম কবি বন্ধু। তবে বানানের দিকে খেয়াল রাখবেন।
-
মোঃ আবদুল করিম ২৪/১১/২০১৪খুবই ভালো হয়েছ ।
ঘড়ী>ঘড়ি -
আলোকিত অন্ধকার ২৪/১১/২০১৪এরকম লেখা আমার ভালো লাগে সবসময়...।।