www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘমালা

বয়ে যায় দুরন্ত সময়, অজানাকে সাথী করে,
আম হয়ে ঝড়ে পড়ে, আমলকী ফল।
কতটা অচেনা,কতটা অলীক কল্পনা,
কিছুটা বাস্তব, তবে বেশীটাই সময়ের খেল।
তুমি আমি ; আমি তুমি ঘড়ী হয়ে বয়ে চলে
টিক টিক টিক।
অবুঝ কবিতা, তাই বূঝেও বুঝল না এলো মেলো কথা,
একরাশ আশা হয়ে মেলে দিলো ডানা,
চাঁদ মামা মিটি মিটি হাসে ; হাসি হয়ে ঝড়ে পড়ে
আগামীর দেশে,প্রজাপতি রং মেখে ঊড়ে যায় ,
বাকিটা কেজো কথা ; জলছবি লুকোচুরি হেসে ফেলে
ফিক ফিক ফিক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ০৯/০১/২০১৫
    অসাম
  • সায়েম খান ২৬/১২/২০১৪
    সুন্দর, তবে বানানের দিকে আরো যত্নবান হতে হবে।
  • আবিদ আল আহসান ০৯/১২/২০১৪
    খুব ভালো হয়েছে। আর আপনার ভদ্রতা দেখে আমি মুগ্ধ
  • শিমুদা ০৫/১২/২০১৪
    দারুণ মেঘমালা কবি।
  • অসাধারন প্রকাশ
  • আম হয়ে ঝরে পড়ে আমলকী ফল// দারুন ছন্দ কথনে কবিতাটি সাজিয়েছেন।
  • ARDHENDU BIKASH RANA ২৬/১১/২০১৪
    প্রকৃতির আর এক নাম কবিতা,দুয়ে মিলে একটা সুখদ
    অনুভুতি।
    ধন্যবাদ,
    রাণা।
  • ভাল লাগল।
  • এক কথায় চমৎকার হয়েছে। সত্যি অনেক সুন্দর ভালো লাগলো আপনার লেখাটি.............
  • আবু সাহেদ সরকার ২৪/১১/২০১৪
    দারুন একটি লেখা পড়লাম কবি বন্ধু। তবে বানানের দিকে খেয়াল রাখবেন।
    • শম্পা ২৫/১১/২০১৪
      ভুল বানানের জন্য দুঃখিত । ক্ষমা করবেন। ধন্যবাদ।
      • আবু সাহেদ সরকার ২৫/১১/২০১৪
        ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। আমি তো তার গোলাম মাত্র। তবে বানান যত ভুল ধরা পড়বে, বানানের সমস্যা আর থাকবেনা। বেশি বেশি বই পড়ুন বানান ভুলের হাত থেকে রেহাই পাবেন। শব্দ চয়ন গুলো আরও সুন্দর করবেন, দেখবেন আপনার কবিতা পড়তেও শ্রুতিমধুর লাগবে। ধন্যবাদ- আমার পাতায় আসার আমন্ত্রণ।
  • মোঃ আবদুল করিম ২৪/১১/২০১৪
    খুবই ভালো হয়েছ ।
    ঘড়ী>ঘড়ি
  • আলোকিত অন্ধকার ২৪/১১/২০১৪
    এরকম লেখা আমার ভালো লাগে সবসময়...।।
 
Quantcast