আমি ও আমার এলোমেলো ভাবনারা
*শুভ রথযাত্রা*
রথের রশিতে পড়ল টান,
যাত্রা হলো শুরু;
জগু চলল মাসির বাড়ি,
মনটা----উড়ুউড়ু।
সঙ্গে চলে বলু,সুভি,
চলে দেদার মজা,ফুর্তি;
সাতটি দিনের লম্বা ছুটি,
হরষিত তিনমূর্তি।
রথের মেলার পাঁপড় ভাজা,
গরম জিলেপি হাতে,
ছোট্ট ছেলে ফিরছে ভেঁপু
বাজাতে বাজাতে!
ঐ ছোট্ট মেয়ের হাতে কেমন
রঙ-বেরঙের চুড়ি!
নাগরদোলায় চড়ে মুখে
হাসির ফুলঝুরি।
"রথযাত্রা,লোকারণ্য"
-সেই বহু পুরোনো ছড়া,
আজকে আবার পড়ল মনে-
রথ নিয়ে পথে ঘোরা।
শৈশবের সেই মধুর স্মৃতি,
অগাধ খুশির পারাবার;
থাক অমলিন,মনের মাঝে
বন্দী হয়ে,সবাকার।
সবশেষে,ভক্তিভরে,
ঠেকিয়ে মাথায় হাত,
সমস্বরে বলো সবাই---
"জয় জগন্নাথ।"
রথের রশিতে পড়ল টান,
যাত্রা হলো শুরু;
জগু চলল মাসির বাড়ি,
মনটা----উড়ুউড়ু।
সঙ্গে চলে বলু,সুভি,
চলে দেদার মজা,ফুর্তি;
সাতটি দিনের লম্বা ছুটি,
হরষিত তিনমূর্তি।
রথের মেলার পাঁপড় ভাজা,
গরম জিলেপি হাতে,
ছোট্ট ছেলে ফিরছে ভেঁপু
বাজাতে বাজাতে!
ঐ ছোট্ট মেয়ের হাতে কেমন
রঙ-বেরঙের চুড়ি!
নাগরদোলায় চড়ে মুখে
হাসির ফুলঝুরি।
"রথযাত্রা,লোকারণ্য"
-সেই বহু পুরোনো ছড়া,
আজকে আবার পড়ল মনে-
রথ নিয়ে পথে ঘোরা।
শৈশবের সেই মধুর স্মৃতি,
অগাধ খুশির পারাবার;
থাক অমলিন,মনের মাঝে
বন্দী হয়ে,সবাকার।
সবশেষে,ভক্তিভরে,
ঠেকিয়ে মাথায় হাত,
সমস্বরে বলো সবাই---
"জয় জগন্নাথ।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ৩০/১০/২০১৯সু ন্দ র
-
সাইদুর রহমান ১৩/০৮/২০১৯সুন্দর উপস্থাপনা।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৮/২০১৯ভালো।