মা গুচ্ছ (২)
এখন ভীড় ট্রেনেতে সকাল নটা
এখন বনগা লোকালে যাচ্ছে আমার মা।
বসার জায়গাটা আজ দখল করেছে অনামী ছেলে
দেখছে কেমন শাড়ীটা – নিচ্ছে যেন গিলে।
আমার তো এখন কথা ছিল না এসব করার
আমার তো এখন দেখার ছিল না এসব ব্যথার
তবু হাঁটুতে বেড়েছে ব্যথা বলেই বুঝি আজ
কমাতে হবে বার্দ্ধক্যের সব সাজ।
অনেকটা সাদা হতে হবে, কিছুটা কুন্তীর মতো
খবরের কাগজে ৭১ বৃদ্ধার ধর্ষণ-অমানবিকতার উল্লাস যতো।
সামলে চলতে হবে, নিষিদ্ধ এলাকা
একটু উসকানিতেই জ্বলতে পারে সলাকা।
আজ তাই মায়ের মতো সন্তানের দুধ ভাত চিন্তা
আমিও তো মা, ভাল কাটুক এ সময়ের দিনটা
এখন বনগা লোকালে যাচ্ছে আমার মা।
বসার জায়গাটা আজ দখল করেছে অনামী ছেলে
দেখছে কেমন শাড়ীটা – নিচ্ছে যেন গিলে।
আমার তো এখন কথা ছিল না এসব করার
আমার তো এখন দেখার ছিল না এসব ব্যথার
তবু হাঁটুতে বেড়েছে ব্যথা বলেই বুঝি আজ
কমাতে হবে বার্দ্ধক্যের সব সাজ।
অনেকটা সাদা হতে হবে, কিছুটা কুন্তীর মতো
খবরের কাগজে ৭১ বৃদ্ধার ধর্ষণ-অমানবিকতার উল্লাস যতো।
সামলে চলতে হবে, নিষিদ্ধ এলাকা
একটু উসকানিতেই জ্বলতে পারে সলাকা।
আজ তাই মায়ের মতো সন্তানের দুধ ভাত চিন্তা
আমিও তো মা, ভাল কাটুক এ সময়ের দিনটা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫
-
সাইদুর রহমান ২৯/০৫/২০১৫খুব সুন্দর কবিতাটি।
অনেক শুভেচ্ছা। -
রফছান খাঁন ২৫/০৫/২০১৫ভাল কাটুক এ সময়ের দিনটা ।
-
এমএসএস রেহমান ২৩/০৫/২০১৫মনে গেল গেল মায়ের কথা, অনেক সুন্দর। আমার খুব ভাল লেগেছে।
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৫/২০১৫ভালো লাগলো
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৫/২০১৫লেখার শেষে এক রাশ ভালো লাগা রেখে গেলাম কব !
Thanks kobi.