টিভি
আমি যখন ছোটো তখন টিভি র ভিতর লোকজন কিভাবে ঢোকে তা নিয়ে বেশ চিনতা থাকতো।আমি ভাব্তাম মনে হয টিভি র পেছনে কোনো দরজা আছে।এও ভাবতাম লোকজন যখন ঢোকেন তারপর মনে হয় কোনো যন্ত্র এর সাহায্যে উচ্চ্তা কম বেশী করেন।তো আমি আমার প্রিয় Krishna দেখতে বসেছি।এমন সময় লোডশেরিং।আমি চলে গেলাম আমাদের সাদা কালো টিভি র পেছনে krishna মহাশয় কে দেখতে পেলেই ধরবো।আর লোডশেরিং হোলে কোনো অসুবিধা হবে না।
পরে জানতে পেরে খুব খারাপ লেগেছিলো যে ঐ-রকম কোনো দরজা কোনো কালেই ছিলো না।
পরে জানতে পেরে খুব খারাপ লেগেছিলো যে ঐ-রকম কোনো দরজা কোনো কালেই ছিলো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৪/২০১৮বেশ লাগল।
-
SkBabor Ali ০১/১০/২০১৪ভালোহয়েছে