‘একবারও নয়’
একটা ছোট গুণেই যখন করল দুদু ভুল
রাগে-ক্ষোভে হলো খাড়া স্যারের মাথার চুল!
বেত নাচিয়ে বলল টিচার, খাও শুধু দিন-রাত
আজ কতবার পড়েছ কও গুণের ধারাপাত?
মুখে কিছু বলল না সে, খুব স্বাভাবিক থেকে
খাতা-কলম টেনে নিয়ে খাতায় জবাব লেখে।
‘এগারো শ উনতিরিশ’ (১১২৯) অঙ্কে দুদু লিখে
ধরল তুলে খাতাখানা রাগী স্যারের দিকে।
সংখ্যা দেখে গণিত স্যারের চমকে গেল পিলে,
সহস্রবার পড়েছে সে! বলে কী হাড়গিলে!
এতবারের পড়া তবু ফল তবে তার এই,
হাসবে নাকি কাঁদবে টিচার পায় না খুঁজে খেই!
স্যারের দশা দেখে দুদু যাচ্ছে মনে হেসে
সর্বনাশী হাসি হঠাত্ ফুটল মুখে এসে।
বারুদ হয়ে ফাটল টিচার মুছল মুখের ঘাম,
বলল রেগে, বেতের ঘায়ে তুলব পিঠের চাম!
হাসছ কেন দাঁত কেলিয়ে আমড়া কাঠের ঢেঁকি,
কথা এবং কাজে কেন এত ফারাক দেখি?
দুষ্টু দুদু তবু হাসে নেই কোনো তার ভয়,
নির্ভয়ে সে জ্ঞানীর মতো যুক্তি দিয়ে কয়।
এতটুকু নেই তো ফারাক কথা এবং কাজে,
সত্যি কথাই লিখেছি এই সংখ্যাখানার মাঝে।
দয়া করে সংখ্যাটিকে ১, ১২, ৯ ধরে
পড়ুন না স্যার মনে মনে কিংবা জোরে জোরে
‘১, ১২, ৯’ এক-বারো-নয় ‘একবারও নয়’ হয়,
এটাই হলো সংখ্যাখানার আসল পরিচয়।
‘একবারও নয়’ জেনে টিচার হেসে হেসে কয়,
কে বলে রে গণিত নীরস, গণিত রসময়।
রাগে-ক্ষোভে হলো খাড়া স্যারের মাথার চুল!
বেত নাচিয়ে বলল টিচার, খাও শুধু দিন-রাত
আজ কতবার পড়েছ কও গুণের ধারাপাত?
মুখে কিছু বলল না সে, খুব স্বাভাবিক থেকে
খাতা-কলম টেনে নিয়ে খাতায় জবাব লেখে।
‘এগারো শ উনতিরিশ’ (১১২৯) অঙ্কে দুদু লিখে
ধরল তুলে খাতাখানা রাগী স্যারের দিকে।
সংখ্যা দেখে গণিত স্যারের চমকে গেল পিলে,
সহস্রবার পড়েছে সে! বলে কী হাড়গিলে!
এতবারের পড়া তবু ফল তবে তার এই,
হাসবে নাকি কাঁদবে টিচার পায় না খুঁজে খেই!
স্যারের দশা দেখে দুদু যাচ্ছে মনে হেসে
সর্বনাশী হাসি হঠাত্ ফুটল মুখে এসে।
বারুদ হয়ে ফাটল টিচার মুছল মুখের ঘাম,
বলল রেগে, বেতের ঘায়ে তুলব পিঠের চাম!
হাসছ কেন দাঁত কেলিয়ে আমড়া কাঠের ঢেঁকি,
কথা এবং কাজে কেন এত ফারাক দেখি?
দুষ্টু দুদু তবু হাসে নেই কোনো তার ভয়,
নির্ভয়ে সে জ্ঞানীর মতো যুক্তি দিয়ে কয়।
এতটুকু নেই তো ফারাক কথা এবং কাজে,
সত্যি কথাই লিখেছি এই সংখ্যাখানার মাঝে।
দয়া করে সংখ্যাটিকে ১, ১২, ৯ ধরে
পড়ুন না স্যার মনে মনে কিংবা জোরে জোরে
‘১, ১২, ৯’ এক-বারো-নয় ‘একবারও নয়’ হয়,
এটাই হলো সংখ্যাখানার আসল পরিচয়।
‘একবারও নয়’ জেনে টিচার হেসে হেসে কয়,
কে বলে রে গণিত নীরস, গণিত রসময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৩/০৪/২০১৮ভাল
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১১/২০১৭বেশ তো!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/১১/২০১৭ভালো।
-
আব্দুল হক ০৬/১১/২০১৭ভালো লিখার জন্য ধন্যবাদ!!