www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দাঁতের ক্ষয় রোধের সহজ উপায়

দাঁত ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়া এবং মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন এ, ভিটামিন ডি-এর অভাব ইত্যাদি কারণে দাঁতে ক্ষয়ের সমস্যা হয়। কিছু বিষয় মেনে চললে দাঁতের ক্ষয় অনেকটাই প্রতিরোধ করা যায়। 

১. চিনি বেশি নয়

খুব বেশি চিনি জাতীয় খাবার খাবেন না। চিনি মুখে ব্যাকটেরিয়া বিস্তারে সাহায্য করে। এটি দাঁতে ক্ষয় বাড়িয়ে দিতে পারে।
 

২. পুষ্টিকর খাবার খান

ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খান। এসব খাবারে থাকা ফ্যাট সলিউবল প্রকৃতি দাঁতের ক্ষয় রোধে কাজ করে। শাকসবজি খান। পাশাপাশি নারকেল তেল, অ্যাভোকেডো, বাদাম ইত্যাদি স্বাস্থ্যকর চর্বি খাদ্যতালিকায় রাখুন।

৩. টুথপেস্ট
রাসায়নিক উপাদান কম থাকে এমন টুথপেস্ট ব্যবহার বরুন।
 

৪. দাঁত পরিষ্কার রাখুন
রাতে খাওয়ার পর এবং সকালে খাওয়ার পর দাঁত ব্রাশ করুন। দাঁত ব্রাশের ক্ষেত্রে নরম টুথব্রাশ ব্যবহার করা ভালো। দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করুন।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৫৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সানশাইন ০৪/১১/২০১৭
    Very Helpful Information!
  • সাঁঝের তারা ৩১/১০/২০১৭
    বেশ শিক্ষনীয় ...
  • হু, বুঝলাম।
  • শিক্ষামূলক ও সচেতনতার জন্য দারুণ উপহার ।
  • মধু মঙ্গল সিনহা ৩১/১০/২০১৭
    বেশ সুন্দর।
  • আজাদ আলী ৩১/১০/২০১৭
    Bah Sundar kotha
  • শাহিন আলম সরকার ৩১/১০/২০১৭
    ঠিক বলেছেন।
 
Quantcast