সেলফি
শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী ......" এই অবধি বলিয়াই পুরুত আর্তচিৎকার করিয়া মাটিতে ভেটকাইয়া পড়িলেন। মা দুর্গা ভুরু কুঁচকাইলেন। অসুর তির খাইয়াও চোখ পিটপিট করিয়া নীচের দিকে তাকাইল। সিংহ জিভ চাটিল। গণেশের ইঁদুর লুকাইয়া পড়িল। রাজহংস চোখ টিপিল। প্যাঁচা চশমা ঠিক করিয়া নিল। ময়ূর পেখম গুটাইয়া লইল। কী কেস?
পুরুতমশাই মাথায় হাত দিয়া কাতরাইতেছেন। মুখে বলিবার চেষ্টা করিতেছেন - "নারায়ণী নমহস্তুতে।" হাতে ফুল লইয়া ভক্তগণ কি করিবেন বুঝিতে পারিতেছেন না। ফুল ছুঁড়িবেন না ছুঁড়িবেন না এই ভাবনায় সবাই ভাবিত। পুরুতের মাথা আগে না মায়ের পায়ে ফুল আগে ইহা কনফিউশান। এরই মধ্যে এক যুবতী বাম হাতে ফুল লইয়া আগে ঝাঁপাইয়া পড়িয়া "সোনার কেল্লা"র স্টাইলে চিৎকার করিয়া উঠিল, "ওটা আমাআআর!"😂🤣😅😂🤣😅😂😅
তখন দেবী দুর্গা প্রসন্ন চিত্তে তাকাইয়া দেখিলেন, এক যুবতী ভক্ত সবার ঘাড়ের উপর দিয়া আসিয়া পুরুতের পার্শ্ব হইতে থানইট সাইজের এক মোবাইল কুড়াইয়া লইল। তাহার পর "পুরুতকাকু, সরি গো" বলিয়া আবার সকলের ঘাড়ের উপর দিয়া পিছনে চলিয়া গেল!
যুবতীটি অঞ্জলি দিবার 'সেলফি' তুলিতেছিল। নিজের ছবি ঠিকঠাক আসিতেছে কিনা দেখিবার উত্তেজনায় মন্ত্র ঠিক শোনা হয় নাই। অসময়েই ছুঁড়িবার মুহূর্ত আসিয়া গিয়াছে ভাবিয়াছিল। তালেগোলে ফুল ছুঁড়িতে গিয়া মোবাইল ছুঁড়িয়া মারিয়াছে - কোন হাতে কী মনে নাই। সেই মোবাইল আনগাইডেড ব্যালিস্টিক মিসাইলের ন্যায় পুরুতের মাথায় ল্যান্ড করিয়াছে!
দেবি প্রপন্নার্তি হরে প্রসীদ।
পুরুতমশাই মাথায় হাত দিয়া কাতরাইতেছেন। মুখে বলিবার চেষ্টা করিতেছেন - "নারায়ণী নমহস্তুতে।" হাতে ফুল লইয়া ভক্তগণ কি করিবেন বুঝিতে পারিতেছেন না। ফুল ছুঁড়িবেন না ছুঁড়িবেন না এই ভাবনায় সবাই ভাবিত। পুরুতের মাথা আগে না মায়ের পায়ে ফুল আগে ইহা কনফিউশান। এরই মধ্যে এক যুবতী বাম হাতে ফুল লইয়া আগে ঝাঁপাইয়া পড়িয়া "সোনার কেল্লা"র স্টাইলে চিৎকার করিয়া উঠিল, "ওটা আমাআআর!"😂🤣😅😂🤣😅😂😅
তখন দেবী দুর্গা প্রসন্ন চিত্তে তাকাইয়া দেখিলেন, এক যুবতী ভক্ত সবার ঘাড়ের উপর দিয়া আসিয়া পুরুতের পার্শ্ব হইতে থানইট সাইজের এক মোবাইল কুড়াইয়া লইল। তাহার পর "পুরুতকাকু, সরি গো" বলিয়া আবার সকলের ঘাড়ের উপর দিয়া পিছনে চলিয়া গেল!
যুবতীটি অঞ্জলি দিবার 'সেলফি' তুলিতেছিল। নিজের ছবি ঠিকঠাক আসিতেছে কিনা দেখিবার উত্তেজনায় মন্ত্র ঠিক শোনা হয় নাই। অসময়েই ছুঁড়িবার মুহূর্ত আসিয়া গিয়াছে ভাবিয়াছিল। তালেগোলে ফুল ছুঁড়িতে গিয়া মোবাইল ছুঁড়িয়া মারিয়াছে - কোন হাতে কী মনে নাই। সেই মোবাইল আনগাইডেড ব্যালিস্টিক মিসাইলের ন্যায় পুরুতের মাথায় ল্যান্ড করিয়াছে!
দেবি প্রপন্নার্তি হরে প্রসীদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০৫/১১/২০১৭অসাধারণ! খুব ভালো লাগল!
-
মধু মঙ্গল সিনহা ০৩/১১/২০১৭দারুণ লাগলো।
-
আজাদ আলী ৩০/১০/২০১৭Valoi laglo
-
কামরুজ্জামান সাদ ৩০/১০/২০১৭হা হা
-
শাহজাদা আল হাবীব ৩০/১০/২০১৭সুন্দর রম্য রচনা!