সূর্যের আধাঁর
সূর্যের আধাঁর
:":':":':":':":':":':":সোলাইমান
..............................
সূর্যরে তুই মানুষ চিনলি না,
কোথায় আলো ফেলিস কাজে দিলি না।
কিসের নেশায় আপন করে নিলি,
কেনো থাকো একা
নিরিবিলি।
আলোকে দিলি আলো,
আধাঁর চিনলি না।
আলো পেয়ে আজ কাজে দিলি না।
ঘনো ঘনো মেঘ ডেকে দিলো সূর্য,
আলো হারিয়ে আজ আধাঁরে পূর্ণ।
দলবেঁধে আসছে মেঘ,
আলো দিলি না।
টগবগিয়ে আসলো ভিজলী,
টাপুরটুপুর বৃষ্টি।
সময় বুঝে চলে যাও,
কেন আধাঁর বানিয়ে।
আজ আমি একা ভিজি দু'কুলে,
দে না আলো দেখি দু'চোখে।
বৃষ্টিতে ভিজি দু'কুলে।
:":':":':":':":':":':":সোলাইমান
..............................
সূর্যরে তুই মানুষ চিনলি না,
কোথায় আলো ফেলিস কাজে দিলি না।
কিসের নেশায় আপন করে নিলি,
কেনো থাকো একা
নিরিবিলি।
আলোকে দিলি আলো,
আধাঁর চিনলি না।
আলো পেয়ে আজ কাজে দিলি না।
ঘনো ঘনো মেঘ ডেকে দিলো সূর্য,
আলো হারিয়ে আজ আধাঁরে পূর্ণ।
দলবেঁধে আসছে মেঘ,
আলো দিলি না।
টগবগিয়ে আসলো ভিজলী,
টাপুরটুপুর বৃষ্টি।
সময় বুঝে চলে যাও,
কেন আধাঁর বানিয়ে।
আজ আমি একা ভিজি দু'কুলে,
দে না আলো দেখি দু'চোখে।
বৃষ্টিতে ভিজি দু'কুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমন দাস। ২৭/১০/২০১৭খুব ভালো লাগল
-
আজাদ আলী ২৭/১০/২০১৭Sundar
-
কে. পাল ২৭/১০/২০১৭Bah
-
কামরুজ্জামান সাদ ২৭/১০/২০১৭সুন্দর
-
রেজাউল ইসলাম ২৬/১০/২০১৭চমৎকার