চলো যাই
চলো যাই,চলো যাই মসজিদে।
সারি হয়ে দাড়াই,
দুই পায়ে ভর করে।
ধনী-গরিব পায়ে পা দিয়ে,
এক সাথে যাই মাথা নত করে।
সালাম দিলো যারা,
ভূলে যাও সব দুঃখ বেদনা।
সবার মুখে হাসি,
এই দিনটি নয় রাশি রাশি।
বছরভর দুঃখ কষ্ট ভূলে,
বুকে বুক মিশিয়ে হাসি প্রাণ খুলে।
চলো যাই তোমার আমার বাড়ি,
একটু মিষ্টি মুখ করে আসি।
সারি হয়ে দাড়াই,
দুই পায়ে ভর করে।
ধনী-গরিব পায়ে পা দিয়ে,
এক সাথে যাই মাথা নত করে।
সালাম দিলো যারা,
ভূলে যাও সব দুঃখ বেদনা।
সবার মুখে হাসি,
এই দিনটি নয় রাশি রাশি।
বছরভর দুঃখ কষ্ট ভূলে,
বুকে বুক মিশিয়ে হাসি প্রাণ খুলে।
চলো যাই তোমার আমার বাড়ি,
একটু মিষ্টি মুখ করে আসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ২৭/১০/২০১৭চল যাই ভালো লাগলো
-
সাঁঝের তারা ২০/০৬/২০১৭খুব ভাল
-
আরাত্রিকা চট্টোপাধ্যায় ১৩/০৬/২০১৭সুন্দর লিখেছেন। শুভেচ্ছা গ্রহণ করবেন।