প্রিয় সখ আজ কই
প্রিয় সখ আজ কই
----------------+সোলাইমান।
গগনে দেখ বাজে বাশি,
মন থেকেতো নয়।
প্রবাদবেলা হল অন্ধকার।
গগন ডাকছে আয় ছেলেরা আয় মেয়েরা আয়।
মারুদ বইছে,পাতা নড়ছে।
মাতাল হাওয়া, প্রিয় সখ আজ কই।
চড়বে বৃষ্টি, কুড়াবো মিষ্টি।
আজতো নেই কোনো ফল-ফুল।
কষ্টে বড়া নিরবকাশ যাই বহুদূর।
খুঁজি! প্রিয় সখ আজ কই।
----------------+সোলাইমান।
গগনে দেখ বাজে বাশি,
মন থেকেতো নয়।
প্রবাদবেলা হল অন্ধকার।
গগন ডাকছে আয় ছেলেরা আয় মেয়েরা আয়।
মারুদ বইছে,পাতা নড়ছে।
মাতাল হাওয়া, প্রিয় সখ আজ কই।
চড়বে বৃষ্টি, কুড়াবো মিষ্টি।
আজতো নেই কোনো ফল-ফুল।
কষ্টে বড়া নিরবকাশ যাই বহুদূর।
খুঁজি! প্রিয় সখ আজ কই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
anjon Ch acharjee ২৪/০১/২০১৭ভালো হয়েছে। শুভেচ্ছা রইল ব্ন্ধু।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০১/২০১৭সেই সখও নেই, সেই সখীও নেই। অনেক শুভেচ্ছা।