সকাল বেলা শিশির জল
সকাল বেলা শিশিরেরজল,
করে লুকোচুরি খেলা।
শিশির করে অপেক্ষা,
একরাশ কুয়াশার মেলা।
ঘাসগুল হেসে হেসে,
কাটিয়ে দেয় সারা বেলা।
সূর্যাস্তকালে শিশিরগুল বলে,
পালাও পালাও হয়েছে যাবার পালা।
ঘাস সব শুকিয়ে যায়,
সূর্যি মামা দিওনা আমার বুকে আঘাত।
কে যাও? বুকে চরণ বিছিয়ে,
চলো চলো! শাস্তি দেও কেন চলার পথ বানিয়ে,
শক্তি তবুও পাই নিশি যখনি হয়।
কুয়াশিয়া চারদিক, পোকামাকড় বেঁধেছে জাল,
দেখো ঘাস আবার মেখেছে শিশির,
টের পায়নি পোকামাকড়েরও জাল।
সকাল সকাল কে এসে নিয়ে গেলি,
কুয়াশার প্রাণ।
শিশিরের উপর খালি পা, মানায় সারাক্ষণ।
খালি পা চিনতে পাই,
এসেছে আমার কৃষক ভাই।
সালাম তোমায়, সালাম তোমায়।
করে লুকোচুরি খেলা।
শিশির করে অপেক্ষা,
একরাশ কুয়াশার মেলা।
ঘাসগুল হেসে হেসে,
কাটিয়ে দেয় সারা বেলা।
সূর্যাস্তকালে শিশিরগুল বলে,
পালাও পালাও হয়েছে যাবার পালা।
ঘাস সব শুকিয়ে যায়,
সূর্যি মামা দিওনা আমার বুকে আঘাত।
কে যাও? বুকে চরণ বিছিয়ে,
চলো চলো! শাস্তি দেও কেন চলার পথ বানিয়ে,
শক্তি তবুও পাই নিশি যখনি হয়।
কুয়াশিয়া চারদিক, পোকামাকড় বেঁধেছে জাল,
দেখো ঘাস আবার মেখেছে শিশির,
টের পায়নি পোকামাকড়েরও জাল।
সকাল সকাল কে এসে নিয়ে গেলি,
কুয়াশার প্রাণ।
শিশিরের উপর খালি পা, মানায় সারাক্ষণ।
খালি পা চিনতে পাই,
এসেছে আমার কৃষক ভাই।
সালাম তোমায়, সালাম তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Anjon Ch.Acharjee ১৯/০১/২০১৭অসাধারন।খুব ভালো ।
-
আব্দুল হক ১৪/০১/২০১৭লিখার জন্য ধন্যবাদ
-
এরশাদ সরকার ১৪/০১/২০১৭কবিতাটি অনেক সুন্দর হয়েছে কবি