বিজয়ের গান
বিজয়ের গান
ΠΠΠΠΠΠΠπসোলাইমান।
------------------------------------------
বিজয়ের মাসে লিখবো আমি,
বিজয়ের গান।
বিজয় তুই দিয়ে গেলী,
আজ ষোল কোটির প্রাণ।
বিজয় তুই নয় আমার,
আঠার হাজার মাখলুকতের।
সবাই আজ বিজয়,
সোনার বাংলায়।
বিজয়ের বাংলায় আছে সোনা,
খাটির মতো কাঁদা মাটি।
সে যে আমার জন্মভূমি।
সে তো আমার মাতৃভাষা।
সোনার বাংলার সোনার ভাষা।
বাংলা ভাষা, ভাষা আমার বাংলা।
ΠΠΠΠΠΠΠπসোলাইমান।
------------------------------------------
বিজয়ের মাসে লিখবো আমি,
বিজয়ের গান।
বিজয় তুই দিয়ে গেলী,
আজ ষোল কোটির প্রাণ।
বিজয় তুই নয় আমার,
আঠার হাজার মাখলুকতের।
সবাই আজ বিজয়,
সোনার বাংলায়।
বিজয়ের বাংলায় আছে সোনা,
খাটির মতো কাঁদা মাটি।
সে যে আমার জন্মভূমি।
সে তো আমার মাতৃভাষা।
সোনার বাংলার সোনার ভাষা।
বাংলা ভাষা, ভাষা আমার বাংলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইন্তিখাব আলম ২৭/১২/২০১৬khub sundr,,pore mugdhota theke gelo.
-
শমসের শেখ ২৬/১২/২০১৬সত্যি অনেক সুন্দর লিখেছেন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/১২/২০১৬বিজয়ের গান। দেশের গান।
-
মোঃ সোহেল মাহমুদ ২৬/১২/২০১৬দারুণ। ভালো লিখেছেন।