www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিন্দু দম্পতিদের ১০টি করে সন্তান নিতে বললেন ভারতের সন্ন্যাসী

ভারতের একজন সুপরিচিত হিন্দু সন্ন্যাসী বাসুদেবানন্দ সরস্বতী প্রত্যেক হিন্দু দম্পতিকে অন্তত দশটি করে সন্তানের জন্ম দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ঈশ্বরই এই সন্তানদের দেখাশুনো করবেন।
ভারতের 'টাইমস অব ইন্ডিয়া' পত্রিকা জানিয়েছে, নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-র আয়োজিত এক অনুষ্ঠানে ওই হিন্দু সাধু রবিবার এই মন্তব্য করেন।
আরএসএস-কে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির আদর্শগত অভিভাবক হিসেবে গণ্য করা হয়। তাদের পক্ষ থেকেই সঙ্ঘের সদর দফতর নাগপুর শহরে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সেখানেই স্বামী বাসুদেবানন্দ সরস্বতী বলেন, ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে 'দুই সন্তান নীতি' চালু করা হয়েছিল হিন্দুদের তা এবার প্রত্যাখ্যান করার সময় এসেছে।
প্রত্যেক হিন্দু মায়ের অন্তত দশটি করে সন্তানের জন্ম দেওয়া উচিত বলে অভিমত প্রকাশ করে তিনি আরও জানান, এতগুলি সন্তানের ভরণপোষণ নিয়েও বাবা-মার চিন্তা করার দরকার নেই - কারণ 'ঈশ্বরই তাদের পালন করবেন'।
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৮০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সন্ন্যাসী-ঠাকুর ঠিকই বলেছে।
 
Quantcast