বাংলাদেশ জিতে গেল
সে অনেক বছর আগের কথা। আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলছে। দুই দেশের সেনারাই বাংকারে লুকিয়ে থেকে যুদ্ধ করছে। ফলে কারো গায়েই গুলি লাগছে না। তো এভাবে চলতে চলতেইবাংলাদেশি সেনারা একটা বুদ্ধি বের করলো।
তাদের মধ্য থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল, ‘ওই তদের মধ্যে জন কে রে?’
আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়েএসে বলল, ‘আমি জন!’
বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেলল।
তারপর আবার ডাক দিলো,
‘ওই স্মিথ আছস?’
আরেকজন আমেরিকান জবাব দিল, ‘আছি!’
তাকেও গুলি করে মেরে ফেলা হলো…
এবার আমেরিকানরা চিন্তায় পড়ে গেলো। তারা ভেবে দেখল বাংলাদেশিদের সাথে বুদ্ধিতে পারা যাবে না। তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে। এবার এক আমেরিকান সেনা চেচিয়ে উঠল, ‘ওই মোখলেস আছস নাকি?’
বাংলাদেশি সেনারা বুঝল তাদের বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো। পাল্টা চেচিয়ে বলল,’ওই মোখলেস রে ডাকসে কেডা রে?!’
আমেরিকানটি বেরিয়ে এসে বলল, ‘আমি ডাকসি!’
তারপর ?
তারপর তাকেও গুলি করে মেরে ফেলা হলো!! এভাবে বাংলাদেশীরা যুদ্ধে জিতে গেল
তাদের মধ্য থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল, ‘ওই তদের মধ্যে জন কে রে?’
আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়েএসে বলল, ‘আমি জন!’
বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেলল।
তারপর আবার ডাক দিলো,
‘ওই স্মিথ আছস?’
আরেকজন আমেরিকান জবাব দিল, ‘আছি!’
তাকেও গুলি করে মেরে ফেলা হলো…
এবার আমেরিকানরা চিন্তায় পড়ে গেলো। তারা ভেবে দেখল বাংলাদেশিদের সাথে বুদ্ধিতে পারা যাবে না। তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে। এবার এক আমেরিকান সেনা চেচিয়ে উঠল, ‘ওই মোখলেস আছস নাকি?’
বাংলাদেশি সেনারা বুঝল তাদের বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো। পাল্টা চেচিয়ে বলল,’ওই মোখলেস রে ডাকসে কেডা রে?!’
আমেরিকানটি বেরিয়ে এসে বলল, ‘আমি ডাকসি!’
তারপর ?
তারপর তাকেও গুলি করে মেরে ফেলা হলো!! এভাবে বাংলাদেশীরা যুদ্ধে জিতে গেল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সঈদ আহমেদ ৩০/১২/২০১৬গল্পেই হয়।
-
ফয়জুল মহী ২৬/১২/২০১৬দীপ্তিময় লিখনী
-
কুয়াশা ২৬/১২/২০১৬অসাধারন
-
আব্দুল হক ২৫/১২/২০১৬জিততে হবেই!
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১২/২০১৬কৌতুক!
-
পরশ ২৫/১২/২০১৬সাবাস